skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsSSC Recruitment Case: স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির চার সদস্যকে সিবিআই দফতরে...

SSC Recruitment Case: স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির চার সদস্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ

Follow Us :

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) উপদেষ্টা কমিটির চার সদস্যকে সোমবার দুপুর ২টোর মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, কলকাতা পুলিসের ডিসি সেন্ট্রাল এবং বিধাননগরের পুলিস কমিশনারকে ওই চারজনের হাজিরার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। আদালত আরও বলেছে, ওই চারজন আপিল কোর্টে মামলা করেছেন। তাঁদের বিষয়টি ডিভিশন বেঞ্চ দেখবে।

গত শনিবার উপদেষ্টা কমিটির চার সদস্যকে (SSC advisory committee) সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল একক বেঞ্চ। সেই নির্দেশ মেনে সিবিআই তাঁদের তলবি নোটিস পাঠায়। কিন্তু সোমবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি রয়েছে, এই যুক্তি দেখিয়ে ওই চারজন শনিবার সিবিআই দফতরে হাজিরা দেননি। এর আগে কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহাকে গত বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল একক বেঞ্চ সিবিআইকে। তা নিয়ে রাত পর্যন্ত অনেক নাটক চলে। শেষে বেশি রাতে শান্তিপ্রসাদ সিবিআই দফতরে হাজির হন। রাত আড়াইটা পর্যন্ত সিবিআই আধিকারিকরা শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করেন। কমিটির বাকি চার সদস্য হলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব এস আচার্য, পার্থবাবুর ওএসডি পিকে বন্দ্যোপাধ্যায়, শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর একে সরকার এবং শিক্ষা দফতরের ল’অফিসার টি পাঁজা।

আরও পড়ুন: SSC Recruitment Case: এসএসসির সমস্ত মামলা থেকে সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন

সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এক মামলাকারীর আইনজীবী সপ্তাংশু বসু বলেন, আমরা মামলা সম্পর্কে কিছুই জানি না। অথচ সিবিআই ডেকেছে। আমরা সম্পূর্ণ অন্ধকারে। সিবিআইয়ের কাছে কেন যাব, কী বলব, কিছুই বোঝা যাচ্ছে না। আদালত বলে, সিবিআইয়ের কাছে যান। ওরা সব বুঝিয়ে দেবে। আপনারা কিছু না জেনেই ডিভিশন বেঞ্চে আবেদন করলেন? আদালতের আরও বক্তব্য, আপনাদের হাত বাঁধা হচ্ছে না। আদালত আরও একটা সুযোগ দিচ্ছে। আজ সিবিআই দফতরে গিয়ে দেখা করুন। সরকারি পদে আছেন। অথচ মামলার নথি সংগ্রহ করতে পারেননি। এটা সম্ভব? এরপরই আদালত চারজনকে এদিন বেলা দুটোর মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয়। হাজিরার বিষয়টি সুনিশ্চিত করতে বলে কলকাতা পুলিসের ডিসি সেন্ট্রাল এবং বিধাননগরের পুলিস কমিশনারকে।

RELATED ARTICLES

Most Popular