Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBirbhum School: সঙ্গীতপ্রেমী চোর! মিড ডে মিলের চাল-বাসনের সঙ্গে হারমোনিয়াম-তবলাও চুরি

Birbhum School: সঙ্গীতপ্রেমী চোর! মিড ডে মিলের চাল-বাসনের সঙ্গে হারমোনিয়াম-তবলাও চুরি

Follow Us :

রামপুরহাট: সঙ্গীতপ্রেমী চোর! ঠিক তাই। চুরি করতে এসে গৃহস্থবাড়িতে চা খাওয়া বা ফ্রিজ খুলে খাবার খাওয়ার ফিল্মি কায়দা এখন তামাদি হয়ে গিয়েছে। এবার সুরসাধক চোরের হদিশ মিলল বীরভূমের মাড়গ্রামে। চুরি করতে এসে স্কুলের মিড ডে মিলের চাল-বাসনের সঙ্গেই হারমোনিয়াম-তবলাকেও রেয়াত করল না তারা। বগলদাবা করে বাদ্যযন্ত্রও তুলে নিয়ে গেল যাওয়ার সময়।

রবিবার ছিল ছুটির দিন। শনিবার দুপুরে স্কুল বন্ধ করে শিক্ষকরা বাড়ি ফিরে গিয়েছিলেন। কিন্তু, সোমবার সকালে স্কুল খুলতেই তাজ্জব সকলে। স্কুল ধুয়েমুছে সাফ করে নিয়ে চলে গিয়েছে চোরের দল। যে যে গেটে তালা দেওয়া ছিল, স্কুলের সব তালা ভেঙে চুরি করেছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার হাসন প্রাথমিক বিদ্যালয়ে।

আরও পড়ুন: Elephant at Durgapur: হাতির জলভীতি! দামোদরে নেমেও লোকালয়ের দিকে, বনকর্মীদের কালঘাম ছোটাচ্ছে গজরাজ

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্কুল খুলতে গিয়ে সব কটি ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান শিক্ষকরা। তারপর ভিতরে ঢুকে দেখেন সবকিছু চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। চুরি গিয়েছে মিড ডে মিলের রান্নার বাসনপত্র, চাল। এমনকী বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কিনে রাখা হারমোনিয়াম, তবলা রাখা ছিল সেগুলিও নিয়ে চম্পট দেয় চোরবাবাজি। এছাড়াও স্কুলের বিভিন্ন জিনিসপত্র তল্পি গুটিয়ে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: Weather Forecast: দক্ষিণে কালবৈশাখী, উত্তরে বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর

চুরির বিষয়টি জানিয়ে মাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে চুরির তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিস। স্থানীয় কেউ এই চুরির ঘটনায় জড়িত বলে পুলিস সন্দেহ করছে। দুষ্কৃতীদের খোঁজে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি শুরু হয়েছে। বিশেষত পড়ুয়াদের মিড ডে মিলের চাল চুরি করায় পুলিস বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

RELATED ARTICLES

Most Popular