skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsনিউটাউন কাণ্ডের থেকে শিক্ষা, কড়া হচ্ছে নরেন্দ্রপুরের আবাসনগুলি

নিউটাউন কাণ্ডের থেকে শিক্ষা, কড়া হচ্ছে নরেন্দ্রপুরের আবাসনগুলি

Follow Us :

নিউটাউন কাণ্ডের পর থেকেই আতঙ্কে রয়েছেন সেই আবাসনের বাসিন্দারা। সেখান থেকেই বেরিয়ে আসছে একের পর এক রহস্য। আর তাতেই ঘুম উড়ছে কলকাতা লাগোয়া আবাসনগুলির বাসিন্দাদের। সোমবার নরেন্দ্রপুর সংলগ্ন আবাসনগুলির নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন নরেন্দ্রপুর থানার ওসি।

আরও পড়ুনঃ সরকারি নির্দেশ অমান্য বর্ধমানে

নিউটাউন কাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য একেবারে কলকাতা লাগোয়া নরেন্দ্রপুর থানার উদ্যোগে সোমবার সমস্ত আবাসনগুলোর সঙ্গে মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়াম হলে একটি জরুরী সভায় আয়োজন করা হয়। সেই সভায় মূল আলোচ্য বিষয় ছিল নিউটাউন কাণ্ড। আর এই সব আবাসন গুলো থেকে আসা সকলের একটাই দাবি। যে সমস্ত আবাসনগুলি ফাঁকা পড়ে থাকে, সেই সমস্ত আবাসনগুলিতে অনেক সময়ই বাইরের লোককে ভাড়া দিয়ে দেওয়া হয়। তাঁদের কোনও রকম তথ্যও যাচাই করা হয় না। তাই তাঁদের বক্তব্য ছিল নিরাপত্তা বাড়ানো হোক আবাসনগুলিতে। সঠিক পরিচয়পত্র ছাড়া কিংবা সেই পরিচয়পত্র খতিয়ে দেখে তবেই ভাড়া দেওয়া হোক আবাসনগুলি। পাশাপাশি আবাসনগুলিতে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানোর কথাও বলা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁদের দাবি মেনে নিরাপত্তা আরও মজবুত করতে উদ্যোগী হবে প্রশাসন।

আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতি গঠনে বিনা প্রতি প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

সম্প্রতি নিউটাউনের এক আবাসনে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের এনকাউন্টারে মারা গিয়েছেন দুজন। আবাসনে ভুয়ো পরিচয়ে থাকতেন তাঁরা। ভিনরাজ্যের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। সেই কাণ্ডের তদন্তে নেমেই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। তারপর থেকেই নিরাপত্তা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে সচেষ্ট হয় প্রশাসন। সে থেকেই সরাসরি এদিন আবাসনের বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেন পুলিশ প্রশাসনের কর্তা ব্যাক্তিরা।

RELATED ARTICLES

Most Popular