skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollশেষ হল উচ্চমাধ্যমিক, বাতিল মোট ৪১ জনের পরীক্ষা
HS Examination 2024

শেষ হল উচ্চমাধ্যমিক, বাতিল মোট ৪১ জনের পরীক্ষা

আগামী বছর পরীক্ষা শুরু ৩ মার্চ থেকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Follow Us :

কলকাতা: বৃহস্পতিবার শেষ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর ৪১ জনের পরীক্ষা বাতিল হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ শেষ হবে ১৮ মার্চ। এ বছরের নির্বিঘ্নে পরীক্ষা শেষ হয়েছে। এবারে মোট পরীক্ষার্থী ছিল ৭ লক্ষ ৯৯ হাজার ২২১ জন। মোট ৮২৭টি কেন্দ্রে ৬ হাজার ৭৯১টি স্কুলে পরীক্ষা নেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে সংবেদনশীল কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মেটাল ডিটেক্টর সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ধরার জন্য বিশেষ পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। এ বছর মোট ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করা হয়। এর মধ্যে ২৬ জন মেয়ে ও ১৬ জন ছেলে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই অসাধুচক্রের সঙ্গে কিছু শিক্ষক এবং অশিক্ষক কর্মী যুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরা বাংলা ও ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেছিলেন। একটি অসাধু চক্র প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি। গত ১৮ ফেব্রুয়ারি আমরা বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেছিলাম। ২০ তারিখ এই চক্রের পান্ডাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে ৭ পড়ুয়ার পরীক্ষা বাতিল

এবার সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর (Unique Serial Number) জারি করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এবার ‘ইউনিক সিরিয়াল নম্বর’ রাখা হয়। প্রতিটি প্রশ্নের ডানদিকে উপরে এই নম্বর থাকবে। পরীক্ষার্থীদের সেই নম্বর লিখতে হয়েছে উত্তরপত্রে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular