skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাTMC: বিরোধীশূন্য বিধাননগর, বাকি তিন পুরনিগমে সবুজ ঝড়ে বিরোধীদের ধরাশায়ী হওয়ার পূর্বাভাস

TMC: বিরোধীশূন্য বিধাননগর, বাকি তিন পুরনিগমে সবুজ ঝড়ে বিরোধীদের ধরাশায়ী হওয়ার পূর্বাভাস

Follow Us :

কলকাত টিভি ওয়েব ডেস্ক: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শেষ হল রাজ্যের চার পুরনিগমের ভোটগ্রহণ৷ আগামী সোমবার ফল ঘোষণা৷ কলকাতার পর আসানসোল, বিধাননগর ও চন্দননগরে তৃণমূলের প্রত্যাবর্তন নিয়ে কোনও সংশয় নেই রাজনৈতিক মহলের৷ কিন্তু শিলিগুড়ি? রাজ্যে ক্ষমতায় আসার এক দশকেরও বেশি সময় কেটে গেলেও শিলিগুড়ি দখল করতে পারেনি শাসকদল৷ এখানে বামেরা বরাবরই ফ্যাক্টর৷ কিন্তু উত্তরবঙ্গে বিজেপির উল্কার গতিতে উত্থানের পর বামেরা পুরবোর্ড গঠন করতে পারবে? নাকি শিলিগুড়ি পুরসভায় ফুটবে পদ্ম?

এর কোনওটাই হচ্ছে না৷ The Enigmous-এর পূর্বাভাস যদি সত্যি মিলে যায় তাহলে এই প্রথম শিলিগুড়ির দখল নেবে তৃণমূল৷ পুরনিগমের ৪৭টি ওয়ার্ডের মধ্যে একা তৃণমূল ৪১-৪৩টি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছে The Enigmous৷ বিজেপি পেতে পারে সর্বোচ্চ দুটি আসন৷ আর বামেরা? তাদের সংখ্যা কমে ৩-এ দাঁড়াতে পারে৷

বিধাননগরের ফলাফলও বেশ চমকপ্রদ হতে চলেছে৷ The Enigmous-এর দাবি, এই প্রথম বিধাননগর হতে চলেছে বিরোধীশূন্য৷ ৪১টি ওয়ার্ডের মধ্যে সবক’টিতে জিততে চলেছে তৃণমূল৷ বিজেপি, কংগ্রেস, সিপিএম সবার প্রাপ্তি শূন্য৷ চন্দননগর এবং আসানসোলেও ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে বিরোধীরা৷ এমনই ইঙ্গিত দিয়েছে The Enigmous৷ জানিয়েছে, চন্দননগরের ৩২টির মধ্যে ৩১টি পাচ্ছে তৃণমূল৷ অন্যদিকে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেতে পারে ১০২-১০৪টি আসন৷ বিজেপিকে ২টি ওয়ার্ড পেয়েই সন্তুষ্ট হতে হবে৷

আরও পড়ুন: Civic Polls 2022: ভোট লুঠ-প্রার্থীদের মারধরের অভিযোগে কমিশনে গেল বাম-কংগ্রেস

RELATED ARTICLES

Most Popular