skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাCivic Poll chaos West Midnapore BJP: আদালতে ফের স্বস্তি চার বিজেপি প্রার্থীর

Civic Poll chaos West Midnapore BJP: আদালতে ফের স্বস্তি চার বিজেপি প্রার্থীর

Follow Us :

কলকাতা: ভোটে লড়তে পারবেন পশ্চিম মেদিনীপুর জেলার তিন এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বিজেপি প্রার্থী। সম্প্রতি বেশ কয়েকটি পুরসভায় বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল করে রাজ্য নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে যান পশ্চিম মেদিনীপুর জেলার গত পুরসভা নির্বাচনের তিন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়, শ্যামল সাহা, পি বিজয়ালক্ষ্মী এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রার্থী ত্রিলোকনাথ সাহানি।

মঙ্গলবার শুনানিতে নির্বাচন কমিশন জানায়, মামলাকারী চারজন সহ মোট ছয় প্রার্থীর ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কমিশন। এই প্রার্থীরা পুরভোটে লড়তে পারবেন।

আরও পড়ুন- SSC High Court: এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে এসএসসি-র রিপোর্ট তলব

২০১৫ সালেও পুরভোটে এই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নিয়ম অনুসারে, ভোটের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব পেশ করতে হয়। কিন্তু এই প্রার্থীরা আয়-ব্যায়ের হিসেব দেননি বলে তাঁদের ভোটে না লড়তে দেওয়ার ব্যাপারে  বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। এর আগেও তমলুক পুরসভার তিন বিজেপি প্রার্থীর ক্ষেত্রেও একই রায় দিয়েছিল আদালত।

RELATED ARTICLES

Most Popular