skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeখেলাBCCI | Sarfaraz Khan | সরফরাজ প্রথম নন, শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি হয়েছিল...

BCCI | Sarfaraz Khan | সরফরাজ প্রথম নন, শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি হয়েছিল লালা অমরনাথেরও! 

Follow Us :

কলকাতা: ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম্যান্স, দুর্দান্ত গড়, অজস্র রান, তাও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা হয়নি সরফরাজ খানের (Sarfaraz Khan)। বরং আইপিএলে (IPL) ভালো পারফর্ম্যান্স করা যশস্বী জয়সওয়াল (Jashasvi Jaiswal) এবং ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) সুযোগ পেয়েছেন। কিন্তু কেন এই অবিচার? বিসিসিআইয়ের (BCCI) এক সূত্র জানিয়েছে, ক্রিকেটীয় কারণ নয়, সরফরাজকে দলে নেওয়া হয়নি শৃঙ্খলাজনিত কারণে এবং কিছুটা ফিটনেসের কারণে। শৃঙ্খলা ইস্যুতে এই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটারের উপরে কোপ পড়ল এমন নয়। এই প্রতিবেদনে রইল এমন আরও তিন ঘটনার কথা। 

বিনোদ কাম্বলি: বিস্ফোরক স্টাইলে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। স্কুল-ক্রিকেটের সময় থেকে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গেই উচ্চারিত হত তাঁর নাম। কিন্তু অভব্য আচরণের জেরে ১৯৯৬ বিশ্বকাপের পর তাঁকে ছেঁটে ফেলা হয়। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া জানিয়েছিলেন, কাম্বলির (Vinod Kambli) রাত ২টো-৩টেয় হোটেলে ফেরা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। অত রাতে অন্যান্য প্লেয়ারদের ঘরের দরজায় ঠকঠক করে জাগিয়ে তুলতেন, মদ্যপান করে চিৎকার করতেন। একবার লখনউয়ে ওয়ান ডে ম্যাচের আগের দিন রাতে হোটেলের ঘরে ভাবী স্ত্রীর সঙ্গে ভয়ানক ঝামেলা করেন। এমনকী অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে গালাগাল করার অভিযোগও আছে কাম্বলির বিরুদ্ধে। বাদ পড়ার পর বেশ কয়েকবার ফিরে এলেও দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। ২০০০ সালে মাত্র ২৮ বছর বয়সে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। 

আরও পড়ুন: Hardik Pandya | Ravi Shastri | হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় মন্তব্য রবি শাস্ত্রীর! 

লালা অমরনাথ: ১৯৩৬ সালের ইংল্যান্ড সফর থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অমরনাথকে কারণে দেশে ফেরত পাঠান তৎকালীন অধিনায়ক ভিজি বা ভিজিয়ানগরের মহারাজা। তবে বেশিরভাগ রিপোর্টে বলা হয়েছিল, নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন অমরনাথ (Lala Amarnath)। এমনও বলা হয়, প্রতিভা নয় ব্রিটিশ শাসিত ভারতে খেতাবের জোরে অধিনায়কত্ব পেয়েছিলেন মহারাজা। প্যাড পরতে বলে ইচ্ছে করে বসিয়ে রাখা হয়েছিল, যার ফলে ক্ষুব্ধ হয়ে দু’ চার কথা বলে ফেলেন অমরনাথ। এরপরেই তৎকালীন টিম ম্যানেজার মেজর জ্যাক ব্রিটেন-জোনস তাঁকে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেন। 

হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল: টিভি শোয়ে মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরত পাঠানো হয় আধুনিক যুগের এই দুই ক্রিকেটারকে। কিছুদিনের জন্য দু’জনকে নিষিদ্ধ করা হয়। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে পান্ডিয়া (Hardik Pandya) গর্বের সঙ্গে একাধিক নারীসঙ্গের কথা বলেন এবং এ নিয়ে বাবা-মায়ের সঙ্গেও খোলাখুলি কথা বলেন বলে দাবি করেন। রাহুল (KL Rahul) এত কথা না বললেও পান্ডিয়াকে সমর্থন করতে দেখা যায়। সে সময় ভারত অধিনায়ক বিরাট কোহলি ওই মন্তব্যের নিন্দা করেন। ঘটনার জল গড়াতে দুজনেই ক্ষমা চেয়ে নেন।        

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
CV Ananda Bose | Kunal Ghosh | রাজ্যপালের 'অজানা গল্প'! দিল্লির হোটেলের ভিডিও ফাঁস করবেন কুণাল?
00:00
Video thumbnail
Kunal Ghosh | কী হয়েছিল দিল্লির হোটেলে? শপথ না হলে ভিডিও ফাঁস! রাজ্যপালকে চ্যালেঞ্জ কুণালের
00:00
Video thumbnail
Kaustuv Ray | 'অপরাধের অপবাদ ঘুচল'
00:00
Video thumbnail
Parliament News | সংসদে আজ কী হল? মুলতুবি কেন হলো? দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Bomb Panic | বোমাতঙ্ক, দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে পড়ল জম্মু তাওয়াই এক্সপ্রেস
00:00
Video thumbnail
Nitish Kumar | Prasant Kishore | কেন বড় মন্ত্রক চাইলেন না নীতীশ? বিস্ফোরক দাবি পিকের
00:00
Video thumbnail
Hemant Soren | Mamata Banerjee | হেমন্ত সোরেনের জামিন, কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?
00:00
Video thumbnail
Nitish Kumar | Bihar | নীতীশ কুমারকে নিয়ে বিহার বিজেপিতে অসন্তোষ? বিরাট মন্তব্য বিজেপি নেতার
00:00
Video thumbnail
Suvendu Adhikari | রাজ্যপাল যা করছেন ঠিক করছেন, শপথ নিয়ে কী বললেন শুভেন্দু?
03:16:41
Video thumbnail
Parliament session 2024 live | Om Birla | স্লোগান দেওয়ার জায়গা নয় সংসদ! রেগে গেলেন স্পিকার
07:43:00