skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeআন্তর্জাতিকJoe Biden- Xi Jinping: রাশিয়াকে সাহায্য করলে মূল্য চোকাতে হবে, বেজিংকে সতর্ক...

Joe Biden- Xi Jinping: রাশিয়াকে সাহায্য করলে মূল্য চোকাতে হবে, বেজিংকে সতর্ক করতে পারেন বাইডেন

Follow Us :

ওয়াশিংটন ডিসি: ইউক্রেনে সেনা (Russia invades Ukraine) অভিযানের পরই আমেরিকার নেতৃত্বে পশ্চিমি দেশগুলি রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা (Sanctions on Russia) চাপিয়েছে৷ কিন্তু পশ্চিমি দেশগুলির এই সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ বলে রাষ্ট্রপু্ঞ্জে মন্তব্য করেছেন চীন সরকারের প্রতিনিধি৷ যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার নিন্দায় চীন (Russia-China Relationship) কোনও মন্তব্য করতে চায়নি৷ এ নিয়ে বেজিংয়ের উপর অসন্তুষ্ট ছিল আমেরিকা (America-China)৷ তার উপর বাইডেন প্রশাসন জানতে পেরেছে, চীনের কাছে আর্থিক সহায়তা চেয়েছে রাশিয়া৷ এই আবহে, চীনের প্রেসিডেন্ট শি জিংপিনকে (Biden to talk with Jinping) ফোন করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সূত্রের দাবি, রাশিয়াকে কোনওভাবে মদত করলে তার মূল্য চোকানোর জন্য চীনকে সতর্ক করতে পারেন বাইডেন৷

আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়াকে কোণঠাসা করার সবরকম চেষ্টা চালাচ্ছেন জো বাইডেন৷ সে কাজে অনেকটাই সফল বলে দাবি আমেরিকার৷ রাষ্ট্রপুঞ্জে আমেরিকার নেতৃত্বে পশ্চিমি দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে৷ চাপিয়েছে একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা৷ যুদ্ধাস্ত্র পাঠিয়ে ইউক্রেনকে নানাভাবে সাহায্য করা হচ্ছে৷ ঠিক এর বিপরীতে, আমেরিকার চাপ উপেক্ষা করে এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত এবং চীন, রাশিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি৷ উপরন্তু চীনের কাছে সামরিক ও আর্থিক সাহায্য রাশিয়া চেয়েছে বলে দাবি আমেরিকার৷ বাইডেন প্রশাসনের আশঙ্কা, রাশিয়াকে সাহায্যে রাজি হতে পারে চীন৷ সেটা হলে আর্থিক ও সামরিক ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে মস্কো৷ যা হতে দিতে নারাজ আমেরিকা৷ তাই চীনের সঙ্গে কথা বলতে চাইছেন বাইডেন৷ সূত্রের দাবি, শি জিংপিং-এ কড়া হুঁশিয়ারি দিতে পারেন তিনি৷ রাশিয়াকে সাহায্য করলে চীনকেও আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করতে পারেন৷ যদিও হোয়াইট হাউস এব্যাপারে মুখে কুলুপই এঁটেছে৷

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হোয়াইট হাউসের এক কর্তা জানিয়েছেন, শি জিংপিং-এর সঙ্গে কথা বলে তাঁর মনোভাব বুঝতে চাইছেন বাইডেন৷ বাণিজ্য যুদ্ধের পর অনেকটা সময় কেটে গেলেও দুই দেশের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, ইন্টারন্যাশনাল চেন সাপ্লাই, বাণিজ্য বিতর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে৷ তবে এই মুহূর্তে আন্তর্জাতিক বড় ইস্যু ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান৷ সেটা নিয়েও কথা বলবেন দুই রাষ্ট্রনেতা৷ আলোচনার মাধ্যমে কী বেরিয়ে আসে সেটাই দেখার৷

আরও পড়ুন: New Zealand Whales Die: নিউজিল্যান্ডের সৈকতে ফের বহু তিমির দেহ, মৃত্যু ঘিরে রহস্য

RELATED ARTICLES

Most Popular