skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাGanga Villas Cruise: বারাণসী থেকে 'গঙ্গাবিলাস’ ক্রুজ কলকাতায় আসছে ২৮ জানুয়ারি

Ganga Villas Cruise: বারাণসী থেকে ‘গঙ্গাবিলাস’ ক্রুজ কলকাতায় আসছে ২৮ জানুয়ারি

Follow Us :

কলকাতা: কলকাতায় আসতে চলেছে গঙ্গাবিলাস (Ganga Villas) ক্রুজ। আগামী ১৩ জানুয়ারি বারাণসীর (Varanasi) গঙ্গা থেকে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করবে বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গাবিলাস’। ২৮ জানুয়ারি সেটি কলকাতায় (Kolkata) এসে পৌঁছবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ম্যান অব ওয়ার জেটিতে থাকবে ক্রুজটি (Cruise)। দু’দিন এটি কলকাতায় থাকবে, এমনই পরিকল্পনা আছে। ওই সময়ে পর্যটকরা কলকাতা ঘুরে দেখবেন। এরপর কলকাতা থেকে ক্রুজ জাহাজটি ইন্দো-বাংলাদেশ প্রোটোকল রুট ধরে বাংলাদেশের (Bangladesh) মধ্যে দিয়ে অসমের (Assam) ডিব্রুগড় পর্যন্ত যাবে।  

সরকারি সূত্রে খবর, ১৩ জানুয়ারি ক্রুজটির যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই প্রথম গঙ্গায় কোনও বিলাসবহুল ক্রুজ পর্যটকদের নিয়ে এতটা দীর্ঘপথ অতিক্রম করবে। বারাণসী থেকে ডিব্রুগড় (Dibrugarh) পর্যন্ত প্রায় ৩২০০ কিলোমিটার জলপথ অতিক্রম করতে ক্রুজটি সময় নেবে ৫০ দিন। দীর্ঘ পরিক্রমায় পর্যটকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলি ঘুরে দেখবেন। এর মধ্যে সুন্দরবনও (Sunderban) রয়েছে। প্রমোদতরীতে ৮০ জন পর্যটকের থাকার ব্যবস্থা আছে। রয়েছে ১৮টি স্যুটও। 

আরও পড়ুন: Varun Gandhi Letter to Health Minister: এবার নয়া চিঠি, বরুণ কী কংগ্রেসে যাবেন? 

জানা গিয়েছে, এটিই হতে চলেছে পৃথিবীর দীর্ঘতম প্রমোদতরী ভ্রমণ। প্রধানমন্ত্রীর পতাকা নাড়িয়ে এই যাত্রার শুভ সূচনার অনুষ্ঠান সম্পর্কে এখনও বিশদে কিছু জানা না গেলেও প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। বারাণসীর ডিভিশনাল কমিশনার কৌশল রাজ শর্মা এবং জেলাশাসক এস রামালিঙ্গম এ ব্যাপারে সংস্কৃতি মন্ত্রক (Cultural Ministry), পর্যটন মন্ত্রক (Ministry of Tourism) এবং অন্তর্দেশীয় জল পরিবহণ দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। বারাণসী থেকে গাজিপুর, বক্সার, পাটনা হয়ে এটি আসবে কলকাতায়। বাংলাদেশের জলপথে চলবে এক পক্ষকাল।    

RELATED ARTICLES

Most Popular