skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee: শৃঙ্খলা না-মানলে যত বড় নেতাই হোন দল থেকে তাড়ানো হবে,...

Mamata Banerjee: শৃঙ্খলা না-মানলে যত বড় নেতাই হোন দল থেকে তাড়ানো হবে, হুঁশিয়ারি মমতার

Follow Us :

কলকাতা:  দলে থেকেও দলের শৃঙ্খলা মানছেন না, মিডিয়ার সামনে যা-খুশি তাই বলছেন, এমন কয়েক জন নেতার উদ্দেশে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভায় কারও নাম না-করেই মমতা বলেন, ‘যত বড় নেতাই হোন না কেন, শৃঙ্খলা না-মানলে দল থেকে তাড়ানো হবে।’

নেত্রীর হুঁশিয়ারি, প্রথম সতর্ক করা হবে। তার পরেও কথা না শুনলে তাঁকে শোকজ করা হবে। শৃঙ্খলারক্ষা কমিটি দু-বার শোকজ করলে, সেই নেতাকে বহিষ্কার করা হবে। তৃণমূলের এই শৃঙ্খলারক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুরভোটে এবার নির্দল-কাঁটা নিয়ে অস্বস্তিতে ছিল তৃণমূল। অনেক পুরসভায় তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলরা জিতেও গিয়েছেন। ভোটের আগেই মমতা ওই নির্দলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রেখেছিলেন। এদিন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টিকিট না পেলেই কেউ কেউ নির্দল হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন। কোনও নেতা আবার নির্দল প্রার্থীকে সমর্থন করে, গাড়িতে নিয়ে ঘুরেছেন। এসব বেশিদিন বরদাস্ত করা হবে না।’

আরও পড়ুন: Jay Prakash Majumdar: তৃণমূলে যোগ দিয়েই রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ, ঘোষণা মমতার

তৃণমূলনেত্রীর কথায়, ‘দলের বিরোধিতা করে, নির্দল প্রার্থীকে নিয়ে কারা গাড়িতে ঘুরে বেড়িয়েছেন, নির্দল প্রার্থীকে সমর্থন করেছেন, এর প্রত্যেকটা খবর আমার কাছে আছে। দলের প্রার্থী থাকা সত্ত্বেও নির্দলকে সমর্থন করে যাঁরা নেতা হওয়ার কথা ভাবছেন, তাঁরা ভুল করছেন। সুযোগমতো এঁদের নাম দল থেকে ‘ক্যাঁচ’ করে দেব।’

মমতা আরও বলেন, ‘আদর্শ-মূল্যবোধ নিয়েই তৃণমূল করতে হবে। দলের নির্দেশ মানতে হবে। যাঁরা মানবেন না, তাঁদের জন্য দরজা খোলা আছে। বেরিয়ে যেতে পারেন।’

RELATED ARTICLES

Most Popular