skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরMurshidabad MP: মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর

Murshidabad MP: মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর

Follow Us :

বহরমপুর: মুর্শিদাবাদ লোকসভার (Murshidabad) তৃণমূল সাংসদের (TMC MP) স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। বুধবার সন্ধ্যায় হাসেম সরকার (৫) নামে ওই শিশুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। ওই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন আবু তাহের খান (Abu Taher Khan)। জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, পরে সাংসদের গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।

বুধবার দুপুরে ওই স্করপিওতে করে নওদা থেকে বহরমপুর যাচ্ছিলেন আবু তাহের খান। সেই সময় নওদার পিঁপড়েখালি মোড়ে হঠাৎ করে পাঁচ  বছরের এক শিশু সাংসদের গাড়ির সামনে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসেম সরকার নামে ওই শিশুকে নিজের গাড়িতে করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান তিনি। ওই শিশুর মাথায় আঘাত লাগার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। তবুও শেষরক্ষা হয়নি। সন্ধে নাগাদ ওই শিশুটির মৃত্যু হয়। যদিও ওই দুর্ঘটনায় অন্য কারও ক্ষতি হয়নি। 

আরও পড়ুন: Delhi Aftab-Shradha Case: সাইকো-কিলার আফতাবের নারকো পরীক্ষার আর্জি আদালতে, ডিএনএ টেস্টে হিমশিম খাচ্ছেন ফরেনসিক বিজ্ঞানীরা

এদিন আবু তাহের খান বলেন, তিনি গাড়ির সামনে বসেছিলেন। হঠাৎ করে  পিঁপড়েখালি এলাকায় একটি বাচ্চাটি ছুটে চলে আসে তাঁর গাড়ির সামনে। ধাক্কা লাগার পর নেমে ওই শিশুকে গাড়িতে তুলে নেন। এলাকার প্রচুর লোক জড়ো হয়ে গেলেও ওই শিশুর পরিবারের কাউকে পাওয়া যাচ্ছিল না। পরে একজন আত্মীয়কে পেয়ে শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান তিনি। 

আবু তাহের খানের সঙ্গে ওই শিশুর পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক বলে জানা গিয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে ইমদাদুল সরকার বলেন, তাঁর খুড়তুতো ভাই হাসেম মায়ের সঙ্গে একটি ব্যাঙ্কে গিয়েছিল। রাস্তার পাশেই ওই ব্যাঙ্ক হওয়ার কারণে শিউলিবিবির হাত ছেড়ে হঠাৎ করেই ছুটে রাস্তা পেরতে যাচ্ছিল। সেই সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, ওই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি শিশুর পরিবার।

RELATED ARTICLES

Most Popular