skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশনীতীশকেই নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে, বললেন বাম নেতা দীপঙ্কর ভট্টাচার্য

নীতীশকেই নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে, বললেন বাম নেতা দীপঙ্কর ভট্টাচার্য

Follow Us :

পাটনা: বারবার জোট বদল করায় জেডিইউ নেতা নীতীশ কুমারের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে। বিজেপি বলছে, নীতীশ কুমার বিশ্বাসঘাতক। তাঁর বিশ্বাসঘাতকতা নিয়ে বিজেপি বিহার-সহ সারা দেশে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিহারের আর এক রাজনৈতিক নেতা প্রয়াত রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের অভিযোগ, নীতীশের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে।

আবার নীতীশের বিশ্বাসযোগ্যতা নিয়ে মুখ খুলল সিপিআই (এমএল)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বুধবার কলকাতায় বলেন, নীতীশকেই তাঁর বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হবে কাজের মধ্য দিয়ে। নীতীশ বিজেপির সঙ্গ ছেড়েছেন বলেই সিপিআই (এমএল) তাঁকে সমর্থন করেছে বলে দাবি দীপঙ্করের। তিনি বলেন, ২০১৭ সালে আরজেডি, কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে নীতীশ ভুল করেছেন বলে স্বীকার করেছেন। তার জন্যই আমরা তাঁকে সমর্থন করছি।

প্রসঙ্গত, মঙ্গলবারই দীপঙ্কর জানান, দেরিতে হলেও নিজের ভুল স্বীকার করে নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়েছেন। বিজেপি বিহারেও একদলীয় শাসন কায়েম করার ছক কষছিল। সেটা বুঝতে পেরেই নীতীশ এনডিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে সিপিআই (এমএল) স্বাগত জানাচ্ছে। তাঁর মতে, এর ফলে সারা দেশে বিজেপির ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলনের পরিসর বাড়বে। তিনি জানিয়েছিলেন, তারা এই নতুন সরকারে যোগ দেবে না। বাইরে থেকে সমর্থন করবে। 

বুধবার দীপঙ্কর বলেন, বিজেপিকে ঠেকাতে বৃহত্তর রাজনৈতিক জোটের প্রয়োজন। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই, বিহারে সাধারণ ন্যূনতম কর্মসূচিকে সামনে রেখে সরকার চলুক। সিপিআই (এমএল) নেতা বলেন, বিজেপি জাতীয় পতাকা নিয়েও ব্যবসা করছে। কোনদিন দেখব, জাতীয় পতাকার উপরেও জিএসটি বসিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, কৃষকদের দাবিদাওয়া নিয়ে এবার দ্বিতীয় পর্যায়ের আন্দোলন শুরু হতে চলেছে সারা দেশে।

RELATED ARTICLES

Most Popular