skip to content
Monday, June 17, 2024

skip to content
Homeআন্তর্জাতিকSCO Meet | দোভালের ত্রিফলা আক্রমণ চীন, পাকিস্তান ও রাশিয়াকে

SCO Meet | দোভালের ত্রিফলা আক্রমণ চীন, পাকিস্তান ও রাশিয়াকে

Follow Us :

নয়াদিল্লি: নাম না করে চীনকে (China) সতর্ক করল ভারত (India)। সাফ জানিয়ে দেওয়া হল, যে কোনও মূল্যে আঞ্চলিক শান্তি ও সুস্থিতি বজায় রাখতে হবে। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেনের (SCO) বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (NSA Ajit Doval) বুধবার জোর দিয়ে বলেন, পারস্পরিক সৌহার্দ্যের প্রয়োজন আছে। আলোচনা ও স্বচ্ছ ভূমিকার উপর নির্ভর করে তা। সব দেশকেই অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখা জরুরি। তিনি আরও বলেন, গোষ্ঠীর সদস্য দেশগুলিকে নিজ নিজ ভূখণ্ডের প্রতি সম্মান প্রদর্শন জরুরি। প্রতিবেশীর এলাকায় একচ্ছত্র সামরিক আধিপত্য বিস্তার কখনোই কাম্য নয়।

লাদাখ (Ladakh) এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর ভারত-চীন ঝামেলার পরিপ্রেক্ষিতে দোভালের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিল্লিতে আয়োজিত এদিনের এসসিও-র বৈঠকে ভাষণ দিতে গিয়ে একসঙ্গে চীন ও পাকিস্তানকে (Pakistan) নিশানা করেন দোভাল। চীনকে লক্ষ্য করে তাঁর বক্তব্যের মূল লক্ষ্যই ছিল চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে পদে পদে ভারতের বিরোধিতার প্রতিবাদ হিসেবে। কারণ এই করিডর পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে গিয়েছে। যা নিয়েই আপত্তি রয়েছে নয়াদিল্লির।

আরও পড়ুন: Lotay Tshering | Doklam | ডোকলাম নিয়ে লোটে শেরিংয়ের মন্তব্য ভারতের জন্য উদ্বেগের বিষয় কি?

এসসিও-র এই বৈঠকে এদিন হাজির ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের সরকারি পদস্থ ব্যক্তিরা। অর্গানাইজেশনের রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচারের প্রতিনিধিরা। চীন এবং পাকিস্তান এই বৈঠকে ভার্চুয়াল অংশগ্রহণ করে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা দোভাল বিশ্ব নিরাপত্তা যে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, তার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, এর ফলে আঞ্চলিক প্রভাবও পড়ছে। এর মধ্যেই সদস্য দেশগুলি সামনের দিকে এগচ্ছে বলেও জানান।

গোষ্ঠীর চুক্তির কথা উল্লেখ করে দোভাল বলেন, আমরা পারস্পরিক সমঝোতা, অখণ্ড সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক সুস্থিতি এবং সীমান্তের মর্যাদা রক্ষার ব্যাপারে একমত হয়েছিলাম। সংশ্লিষ্ট এলাকায় কেউ একতরফা সামরিক ক্ষমতা প্রদর্শন, হুমকি কিংবা ভীতিজনক পরিস্থিতি তৈরি করবে না। চুক্তিতে আরও বলা আছে, গোষ্ঠীর বাইরে অন্যান্য দেশের সঙ্গেও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা। আন্তর্জাতিক ঝামেলায় আমরা মধ্যস্থ করব, তাও চুক্তিতে রয়েছে।

উল্লেখ্য, এখানে তাঁর বক্তব্যের লক্ষ্য ছিল রাশিয়া। বৈশ্বিক শান্তি নষ্ট করতে সন্ত্রাসবাদ এবং তার মদতদাতারাও এক গুরুতর বিপদ, বলেন দোভাল। সন্ত্রাস দমনে সব দেশকে দায়বদ্ধ থাকতে হবে। উল্লেখ করা যেতে পারে, এসসিও-র গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠক হবে নয়াদিল্লিতে আগামী ২৭-২৯ এপ্রিল। অন্যদিকে, গোয়ায় ৪-৫ মে বিদেশমন্ত্রীদের বৈঠক বসবে গোয়ায়।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | Nitin Gadkari | মোদির বিকল্প কে ?নীতিন গড়করিকে চায় সঙ্ঘ ?
00:00
Video thumbnail
TMC | CPIM | রামধাক্কা ! ৪০ বছর দল করেছেন, এবার সিপিএম থেকে তৃণমূলে
00:00
Video thumbnail
WB BJP By Election | বাংলার চার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কারা? এক্সক্লুসিভ রিপোর্ট
08:44:16
Video thumbnail
NEET UG 2024 | ৩০ লক্ষ দিলেই হাতে NEET-এর প্রশ্ন, বিরাট পর্দাফাঁস তদন্তে
08:03:06
Video thumbnail
EVM | Rahul Gandhi | EVM হ্যাকিং? FIR হতে চলেছে? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
05:37:01
Video thumbnail
Lok Sabha Election 2024 | লোকসভা ভোটে EVM জালিয়াতি? কেন ট্য়ুইট রাহুলের?
08:17:35
Video thumbnail
Yusuf Pathan | ইউসুফ পাঠানকে নোটিস গুজরাতের, পুরসভার বিজেপির হারের বদলা?
06:37:21
Video thumbnail
Weather Update | কলকাতায় ধেয়ে আসছে বর্ষা, কত ঘণ্টার অপেক্ষা?
06:51:05
Video thumbnail
Maharashtra | NDA | মহারাষ্ট্রে আবার খেলা শুরু? NDA ছাড়বেন অজিত? টানটান মোড় মহারাষ্ট্র রাজনীতিতে
08:08:26
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | তবে কি ইস্তফাই দিলেন অধীর? জানা গেল কীভাবে?
05:44:51