skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশManish Sisodia-CBI: মোদি ভয় পেয়েছেন, সিবিআই অফিসে যাওয়ার আগে আর কী বললেন...

Manish Sisodia-CBI: মোদি ভয় পেয়েছেন, সিবিআই অফিসে যাওয়ার আগে আর কী বললেন সিসোদিয়া?

Follow Us :

নয়াদিল্লি:  আবগারি দুর্নীতিকাণ্ডে (Liquor Policy Case) সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে পৌঁছে গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy Chief Minister Manish Sisodia)। রবিবারই তিনি কি গ্রেফতার হবেন সিবিআইয়ের হাতে? আম আদমি পার্টির (AAP) নেতারা বলছেন, আজ সিসোদিয়াকে গ্রেফতারের জন্য তাঁদেরও ঘরবন্দি করে রাখা হতে পারে। সিসোদিয়াও সমর্থকদের বলেছেন, ৭-৮ মাস আমার জেল হতে পারে। তার জন্য আপনারা দুঃখ পাবেন না। বরং গর্ববোধ করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভয় পেয়েছেন। ভয় পেয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। তাই আমাকে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা লড়াই চালিয়ে যাবেন। প্রথমদিন থেকে আমার স্ত্রী আমার সঙ্গে রয়েছে। বাড়িতে সে খুব অসুস্থ অবস্থায় একা রয়েছে। ওকে আপনারা দেখবেন।

এদিন বেলা ১১টার সময় আবগারি দুর্নীতিকাণ্ডে লোধি রোডে সিবিআইয়ের অফিসে পৌঁছে যান সিসোদিয়া। এর আগেরদিন সিবিআই তাঁকে তলব করলেও দেখা করতে যাননি। তবে আজ সকাল ১০টার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্যতম সহযোগী সিসোদিয়া।

আরও পড়ুন: India – Pakistan: ‘দেউলিয়া প্রতিবেশী’ পাকিস্তানকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহায্য করতে পারেন!

সিসোদিয়ার সিবিআই দফতরে যাওয়ার পথে রাজধানীতে দলের শক্তি প্রদর্শন করে আম আদমি পার্টি। তাঁর গাড়ির ছাদের কাচের ঢাকনা খুলে সেখানে দাঁড়িয়ে ছিলেন আপ নেতা। অন্যদিকে, গাড়ির সামনে-পিছনে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে চলেন সমর্থকরা। সিসোদিয়া প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যান। সেখান থেকে রওনা দেন সিবিআই অফিসের উদ্দেশে।

এদিন সকালেই টুইট করে সিসোদিয়া লেখেন, আজ ফের সিবিআইয়ের কাছে যাচ্ছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করব। দেশের মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। যদি কয়েক মাস জেলে কাটাতে হয়, তাতেও আমি ভয় পাই না। আমি ভগৎ সিংয়ের ভক্ত, যিনি দেশের জন্য ফাঁসিতে গিয়েছিলেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে লিখেছেন, ঈশ্বর তোমার সঙ্গে আছেন মণীশ। সমাজ ও দেশের জন্য যদি তোমার জেলও হয়, সেটা গৌরবের। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে এস। দিল্লির মানুষ তোমার জন্য অপেক্ষা করে থাকবে। 

গত ১৯ ফেব্রুয়ারি সিবিআই তলব করেছিল সিসোদিয়াকে। তখন তিনি দিল্লির অর্থমন্ত্রী হওয়ার কারণে বাজেট পেশ পর্যন্ত সময় চেয়ে নেন সিবিআইয়ের কাছে। তদন্তকারী সংস্থা সেদিন তাঁকে সময় দিলেও আজ ফের তলবি নোটিস পাঠায়। 

RELATED ARTICLES

Most Popular