Friday, July 5, 2024

HomeদেশStampede at Vaishno Devi Shrine: বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১২,...

Stampede at Vaishno Devi Shrine: বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১২, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Follow Us :

কাটরা: বর্ষবরণের রাতেই দুঃসংবাদ। কাটরার বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। আহত ১৩। ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২লক্ষ ও আহতেদের ৫০ হাজার আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। 

 

নতুন বছর উপলক্ষে ভক্তদের ঢল নেমেছিল জম্মু-কাশ্মীরের ত্রিকুটা পাহাড়ে অবস্থিত বৈষ্ণোদেবীর  মন্দিরে। রাত ২টো ৪৫ মিনিট নাগাদ  এই দুর্ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা এএনআইকে  জানান জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।  প্রাথমিক তদন্তে জানা গেছে, মন্দির চত্বরে দর্শনার্থীদের দুই দলের মধ্যে মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি সেখান থেকেই এঘটন ঘটে বলে তিনি আরও জানান।    

 

ঘটনাস্থলে পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  আহতদের মাতা বৈষ্ণদেবী নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular