skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeখেলাটোকিও অলিম্পিক্সে প্রথম পদক, ভারোত্তোলনে রুপো মীরাবাই চানুর

টোকিও অলিম্পিক্সে প্রথম পদক, ভারোত্তোলনে রুপো মীরাবাই চানুর

Follow Us :

টোকিও অলিম্পিকে প্রথম পদক জিতল ভারত। ভারত্তোলনে ৪৯ কিলো বিভাগে রুপো জিতলেন ২৬ বছর বয়সি মীরাবাই চানু। এ বারের অলিম্পিক্সের ভারোত্তোলন বিভাগে ভারতের একমাত্র প্রতিযোগী চানু। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলেছেন তিনি।

এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন চানু। ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, ‘এটা অত্যন্ত আনন্দের খবর। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। ভারোত্তোলনে রুপো জেতার জন্য তাঁকে অভিনন্দন। ওঁর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।’

কর্ণম মালেশ্বরীর পর মীরাবাই চানু ভারতের দ্বিতীয় মহিলা ভারোত্তলক যিনি অলিম্পিকের মঞ্চে রুপো জিতলেন। ২১০ কিলোগ্রাম ওজন তুলে ভারত্তোলনে ৪৯ কিলো বিভাগে সোনা জিতেছেন চিনের ঝৌ হৌ।  চানু ২০২ কিলো ওজন তুলে রুপো জিতেছেন। ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ ১৯৪ কিলো ওজন তুলে তৃতীয় হয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular