Placeholder canvas
Homeলাইফস্টাইলহেয়ার স্টাইলের জন্য চুলের বারোটা বেজেছে? ট্রাই করুন এই হেয়ার মাস্ক

হেয়ার স্টাইলের জন্য চুলের বারোটা বেজেছে? ট্রাই করুন এই হেয়ার মাস্ক

ঘন ঘন তাপ প্রয়োগ করলে চুলের টেক্সচার নষ্ট হয়ে যায়

Follow Us :

কলকাতা: বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠানবাড়ি, সামান্য হেয়ারস্টাইলে (Hair Style) অনেকেই তাক লাগাতে চান আসর। তবে হেয়ারস্টাইল করতে গিয়ে অনেক সময় চুলের বিপদ ডেকে আনা হয় অজান্তে। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কার্লিং‌ আয়রন ব্যবহারের ফলে চুলের অবস্থা বেহাল হয়। ঘন ঘন তাপ প্রয়োগ করলে চুলের টেক্সচার নষ্ট হয়ে যায়। চুল আর্দ্রতা হারিয়ে ফেলে। পাশাপাশি, চুলে ফ্রিজিনেসের সমস্যাও বেড়ে যায়। তারউপর আবার শীতকাল ও দূষণ আপনার চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। তাই চুলের যত্ন নিতে গেলে প্রতি মাসে হেয়ার স্পা করানো জরুরি। সবার পক্ষে যদিও প্রতিমাসে হেয়ার স্পা করানো সম্ভব নয়। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনি বাড়িতে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

১) একটি পাত্রে একটা ডিম ও ১/৪ কাপ দই মিশিয়ে নিন। এই হেয়ার মাস্ক চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক ক্ষতিগ্রস্ত চুলের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করবে।

আরও পড়ুন: তেল মাখার ঠিক কতক্ষণ পরে শ্যাম্পু করবেন, জেনে নিন

২) ৪ চামচ নারকেল তেলের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে নিন। এটি চুলে ভাল করে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। তাপের কারণে চুল শুষ্ক হয়ে গেলে, এই হেয়ার মাস্ক আপনার চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনবে।

দেখুন আরও অন্য খবর:

জেলা Bulletin | খাটিয়ায় চাপিয়ে হাসপাতালেপথে রোগী, সেই ছবি দেখতে দেখুন জেলা বুলেটিন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments