skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeলাইফস্টাইলKalyani JNM: কল্যাণীর জেএনএম হাসপাতালে আগুন, বন্ধ জরুরি পরিষেবা

Kalyani JNM: কল্যাণীর জেএনএম হাসপাতালে আগুন, বন্ধ জরুরি পরিষেবা

Follow Us :

কল্যাণী: মঙ্গলবার রাতে আচমকাই আগুন লেগে গেল কল্যাণীর জেএনএম (Kalyani JNM) হাসপাতালে৷ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের জরুরি পরিষেবা৷  কারণ, আগুনের জন্য বিদ্যুৎহীন হাসপাতালের জরুরি বিভাগ সহ একাংশ। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে৷ হাসপাতাল সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগে৷ যদিও সেখানে একজন রুগী ছিল৷ তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে দমকল। সাময়িকভাবে ব্যাহত পরিষেবা।

এ দিকে আগুন ছড়িয়ে পড়তেই হাসপাতালের জরুরি বিভাগ দ্রুতি খালি করে দেওয়া হয়। যাতে কোনও রকম বিপত্তি না ঘটে। ফলে স্ট্রেচারসহ রোগীদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়৷ রোগী-রোগীপরিজনরা আগুন নেভার অপেক্ষায় হাসপাতাল চত্বরেই আছেন৷ অন্যদিকে,  আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি বিভাগ-সহ হাসপাতালের একাংশ বিদ্যুৎহীন করে দেওয়া হয়৷ কাজ করতে শুরু করেন দমকল কর্মীরা৷ তাঁরা আইসোলেশন ওয়ার্ডের জানালার কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন৷ খবর লেখা পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে বলে হাসপাতালের সুপার দাবি করেন৷ দ্রুতই জরুরি পরিষেবা শুরু করা হবে বলেও জানান তিনি৷

কল্যাণী জেএনএম হাসাপাতালের সুপার ডাক্তার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘ কীভাবে আগুন লাগে তা এখনও বলা সম্ভব নয়৷ দমকল কর্মীরা তা খতিয়ে দেখবেন৷ আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ রোগী-রোগী পরিজনরা হাসপাতাল চত্বরেই আছেন৷ আগুন নিভলে জরুরি পরিষেবা শুরু করা হবে৷ ’’

আরও পড়ুন- Budget 2022: করদাতাদের হতাশ করে ব্যক্তিগত আয়কর ছাড় দিলেন না নির্মলা

RELATED ARTICLES

Most Popular