skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশCorona India: ভারতে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৪২২, সুস্থ ১৩০

Corona India: ভারতে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৪২২, সুস্থ ১৩০

Follow Us :

নয়াদিল্লি: ভারতে ওমিক্রন (Corona India) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪২২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী, ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশে ওমিক্রন আক্রান্ত ৪২২ জন। যদিও এর মধ্যে ১৩০ জন সুস্থ হয়ে উঠেছেন। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার থেকে তিন গুণ বেশি সংক্রামক (Corona India)। এ নিয়ে আগেই সতর্ক করেছে কেন্দ্র। রাজ্য প্রশাসনকে নতুন করে কোভিড-যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কর্নাটকে নতুন করে ওমিক্রন আক্রান্ত সাত জন। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার এসকে সুধাকর জানিয়েছেন, সবমিলিয়ে কর্নাটকে ওমিক্রন আক্রান্ত বেড়ে হয়েছে ৩৮। কর্নাটকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তদের একজন, বছর তিরিশের এক যুবতী, সংযুক্ত আরব আমিরশাহি থেকে সদ্য বেঙ্গালুরুতে ফিরেছেন। বছর ৬৩-র আর এক আক্রান্ত ফিরেছেন জিম্বাবোয়ে থেকে। বছর ৭৬-এর আর এক প্রবীণ এসেছেন দিল্লি থেকে। ওমিক্রন আক্রান্ত আরও একজন ফিরেছেন ব্রিটেন থেকে।

রাজস্থানে ২১ জনের নতুন করে ওমিক্রন ধরা পড়েছে। সবমিলিয়ে মরুরাজ্যে আক্রান্ত ৪৩ জন। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন ২ আক্রান্তের সন্ধান মিলেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রই ওমিক্রন আক্রান্ত রাজ্য হিসেবে শীর্ষে। উদ্ধব ঠাকরের রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ১১০ জন। কলকাতায় ওমিক্রন আক্রান্ত ৫ জন।

আরও পড়ুন: Omicron: বাড়ছে ওমিক্রন, ১০ রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে কেন্দ্র

ওমিক্রনের সঙ্গেই দেশজুড়ে করোনাভাইরাস মাথাচাড়া দেওয়ায় অসম সরকার শনিবার নতুন করে গাইডলাইন প্রকাশ করেছে। রবিবার থেকেই অসমে শুরু হয়ে যাচ্ছে নাইট কারফিউ। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবত্ থাকবে। তবে, ৩১ ডিসেম্বর, বর্ষবরণের রাতে ছাড় দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ববিধি সহ কোভিডের যাবতীয় বিধিনিষেধ মনে চলতে বলা হয়েছে। সেইসঙ্গে মুখে মাস্ক পরাও বাধ্যতামূলক। কোভিডের নিষেধাজ্ঞা ভাঙলে আইনি পদক্ষেপ করা ছাড়াও জরিমানা আদায় করা হবে বলে সতর্ক করেছে অসম সরকার।

ওমিক্রনের হাত ধরে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আসার আশঙ্কা করছে হু। ইতিমধ্যে আমেরিকা ও ইউরোপে মাথাচাড়া দিয়েছে ওমিক্রন। ভারতেও কিন্তু ওমিক্রন বাড়তে শুরু করেছে। এমত অবস্থায় সংক্রমণে রাশ টানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ঘোষণা করেছেন, ১৫-১৮ বছর বয়সিদের ভ্যাকসিনেশন শুরু হবে। ৩ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হবে। স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কোভিড-যোদ্ধাদের জন্য ‘প্রিকশান ডোজ’ দেওয়া শুরু হবে ১০ জানুয়ারি থেকে। ষাটোর্ধ্ব ব্যক্তি, বিশেষত যাঁদের কো-মর্বিডিটিস রয়েছে, তাঁদেরও ‘প্রিকশান ডোজ’ নেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদি।

RELATED ARTICLES

Most Popular