skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশপ্রবল বন্যায় হিমাচলে মৃত ১৪, মেঘভাঙা বৃষ্টিতে তছনছ অমরনাথ

প্রবল বন্যায় হিমাচলে মৃত ১৪, মেঘভাঙা বৃষ্টিতে তছনছ অমরনাথ

Follow Us :

শিমলা ও শ্রীনগর: করোনার চোখরাঙানি তুড়ি মেরে উড়িয়ে পর্যটকদের ঢল নেমেছিল পাহাড়ে৷ কিন্তু বাধ সাধল প্রকৃতি৷ টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ৷ জায়গায় জায়গায় নামছে ধস৷ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির৷ পাহাড়ে আটকে পড়েছেন পর্যটকরা৷ তার উপর গত মঙ্গলবার থেকে নতুন করে আবহাওয়ার অবনতি ঘটেছে৷ বুধবারও একই অবস্থা৷ তার জেরে হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ১৪ জনের৷ নিখোঁজ সাত জন৷

আরও পড়ুন: কাছেই চীন, হাসিমারার সেনা শিবিরে পৌঁছল যুদ্ধবিমান রাফাল

বন্যা ও ধসের জেরে সবচেয়ে খারাপ অবস্থা লাহুল স্পিতির৷ সরকারিভাবে জানানো হয়েছে, লাহুল স্পিতিতে ৯ জনের মৃত্যু হয়েছে৷ নিখোঁজ এক ব্যক্তি৷ তিনি দিল্লির বাসিন্দা৷ লাহুল স্পিতি বেড়াতে এসেছিলেন৷ এছাড়া কুল্লু থেকে নিখোঁজ ৬ জন৷ বিপর্যয়ের পরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ৷ আটকে পড়াদের খুঁজে বের করতে চলছে তল্লাশি৷ এনডিআরএফের ডিরেক্টর জেনারেল এস এন প্রধান বলেন, ‘খারাপ আবহাওয়ার জন্য ধস, বন্যার মতো ঘটনা বেড়ে গিয়েছে৷ দুর্গতদের সাহায্যে সবরকমের চেষ্টা করা হচ্ছে৷’ টানা বৃষ্টিতে নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে৷ আশোপাশের জনবসতি ডুবে যাওয়ার আশঙ্কার আগেই তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে৷ ভাগা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় লাহুল স্পিতির দারচা গ্রামের মানুষদের সরিয়ে ফেলা হয়েছে৷

বৃষ্টিতে সবচেয়ে খারাপ অবস্থা ট্র্যাফিকের৷ বহু ব্রিজ, হাইওয়ে এবং লিঙ্ক রোড জলমগ্ন হয়ে পড়েছে৷ তার জেরে ব্যাহত হচ্ছে ট্র্যাফিক চলাচল৷ মানালি-লেহ হাইওয়ে এবং গ্রামফু-কাজা হাইওয়েতে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে৷ ধসের কারণে কালকা-শিমলা এবং চন্ডীগড়-মানালি হাইওয়ে বন্ধ৷ শিমলা ও মান্ডিতে গাড়ির উপর পাথরের চাই ভেঙে পড়ে৷ তার জেরে ক্ষতিগ্রস্ত হয় বহু গাড়ি৷ আপাতত আবহাওয়া উন্নতির কোনও সম্ভাবনা নেই৷ এই দুর্যোগ আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ তাই সব জেলাকে সতর্ক করা হয়েছে৷ বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষদের বেরতে নিষেধ করা হয়েছে৷ পর্যটকদের জন্য জারি হয়েছে নির্দেশিকা৷

আরও পড়ুন: ঢেউয়ের ধাক্কায় বঙ্গোপসাগরে ডুবল ট্রলার

আরও পড়ুন: টিকা নিয়ে দু’বার করোনা পজিটিভ, ১৩ মাসে তিন বার আক্রান্ত চিকিৎসক

অন্যদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড অমরনাথ৷ জল ঢুকে পড়ে অমরনাথ গুহাতে৷ এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি৷ প্রশাসনের তরফে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, অমরনাথের কাছে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়৷ গুন্ড এবং কঙ্গনে থাকা মানুষদের সিন্ধু নদী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ কেননা সেখানে জলস্তর হঠাৎ করে বেড়ে যেতে পারে৷ তার জেরে বেড়ে যেতে পারে জলস্রোত৷ ইতিমধ্যে অমরনাথের পরিস্থিতি নিয়ে কাশ্মীরের উপরাজ্যপালের সঙ্গে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
SFI | নিট দুর্নীতিতে সরব SFI, ক্লাস বয়কট করে বিক্ষোভ শহরে
01:04:45
Video thumbnail
Madan Mitra | Sayantika Banerjee | মদনের কানে কানে কী বললেন সায়ন্তিকা?
59:10
Video thumbnail
Kamarhati | গ্রেফতার বাহুবলী 'জায়ান্ট' সিং, কীভাবে গ্রেফতার জয়ন্ত সিং ? দেখুন ভিডিও
02:53:02
Video thumbnail
Biman Banerjee | বিধানসভার অধিবেশন কবে? জানিয়ে দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও
01:25:11
Video thumbnail
Ghost News | রাত হলেই কান্নার শব্দ, কে ঘুরছে নুপূর পায়ে! আঁতকে ওঠার মত ভিডিও
08:03:01
Video thumbnail
RSS | BJP News | এবার RSS-এর হাতে বঙ্গ বিজেপির রাশ? দলবদলু নিয়ে কড়া সিদ্ধান্ত!
07:17:41
Video thumbnail
N. Chandrababu Naidu | Modi | মোদির চিন্তা বাড়াচ্ছেন চন্দ্রবাবু নাইডু? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
07:43:43
Video thumbnail
Bratya Basu | অবসরের পর মিলবে বাড়তি ২ লক্ষ টাকা! বড় ঘোষণা রাজ্যে
07:11:14
Video thumbnail
Narendra Modi | Indian Cricket Team | মোদির সঙ্গে টিম ইন্ডিয়া, দেখুন সেই ভিডিও
01:34:06
Video thumbnail
C V Ananada Bose | রাজ্যপালের নামে 'গুরুতর' অভিযোগ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবন কর্মী
57:35