skip to content
Monday, June 17, 2024

skip to content
Homeদেশপাঁচ রাজ্যে ভোটের আগে মোদি সরকারের বিরুদ্ধে জনজাগরণ অভিযানে নামবে কংগ্রেস

পাঁচ রাজ্যে ভোটের আগে মোদি সরকারের বিরুদ্ধে জনজাগরণ অভিযানে নামবে কংগ্রেস

Follow Us :

নয়াদিল্লি: বছর ঘুরলেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ তার আগে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নামার প্রস্তুতি নিতে চলেছে কংগ্রেস৷ কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে দেশজুড়ে জনজাগরণ অভিযান শুরু করবে ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’৷ শনিবার তারই নীল নকশা তৈরি হয়েছে কংগ্রেসের কার্যকরী কমিতির বৈঠকে৷ বৈঠকের পর কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়াল এবং সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানান, মোদি সরকারের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে আগামী নভেম্বর থেকে দেশজুড়ে জনজাগরণ কর্মসূচি শুরু করবে কংগ্রেস৷

আরও পড়ুন: সভাপতি পদে ফেরার কথা বিবেচনা করতে রাজি রাহুল

সেই লক্ষ্যে কার্যকরী কমিতির বৈঠকে তিনটি প্রস্তাব পাস হয়েছে৷ এই তিনটি প্রস্তাবকে সামনে রেখে সরকার বিরোধী প্রচারে ঝাঁপাবে কংগ্রেস৷ যার প্রথমেই আছে কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে সমর্থন৷ গত বছর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়েছে কংগ্রেস৷ রাহুল গান্ধী বারবার বলেছেন, কৃষকদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই আইন দেশের কয়েকজন কর্পোরেটদের সুবিধা করে দেবে৷ তাই কৃষকদের পাশে আছে কংগ্রেস৷ এদিন সাংবাদিক বৈঠকে কে সি বেণুগোপাল বলেন, কৃষকদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে৷ এছাড়া লখিমপুরে যা ঘটেছে আমরা মনে করি সেটা কৃষকদের কণ্ঠরোধের চেষ্টা মাত্র৷’

আরও পড়ুন: ২৫০ কোটি প্রকল্পের উদ্বোধনে আগামী মাসে কেদারনাথে মোদি

মোদি জমানায় জাতীয় সুরক্ষা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের৷ শুধু তাই নয়, দেশের অভ্যন্তরের নিরাপত্তাও নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতারা৷ কে সি বেণুগোপাল জানান, এক বছর পরেও চীনকে ডোকালাম থেকে সরানো যায়নি৷ কাশ্মীরে সন্ত্রাস মাথাচাড়া দিচ্ছে৷ জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারাচ্ছেন জওয়ানরা৷ অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা চিন্তা বাড়াচ্ছে৷ সম্প্রতি সীমান্ত নিয়ে অসম এবং মিজোরাম পুলিশের সংঘর্ষ সেটাই প্রমাণ করেছে৷ পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে৷ সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফকে আন্তর্জাতিক সীমানা থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিমি এলাকার মধ্যে তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতারের অধিকার দেওয়া হয়েছে৷ এটা সংশ্লিষ্ট সরকারের অধিকারকে ক্ষুন্ন করার চেষ্টা বলে মনে করে কংগ্রেস৷

আরও পড়ুন: নিলামে ডারউইনের অনুবীক্ষণ

এই সব কারণকে সামনে রেখে আগামিদিনে দেশজুড়ে মোদি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে কংগ্রেস৷ আগামী ১ নভেম্বর থেকে মেম্বারশিপ ড্রাইভ শুরু হবে৷ পাশাপাশি আগামী বছর সেপ্টেম্বরের মধ্যে নতুন সভাপতি নির্বাচন সেরে ফেলবে কংগ্রেস৷ ততদিন পূর্ণ সময়ের জন্য দায়িত্ব সামলাবেন সোনিয়া গান্ধী৷ দলের মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়াল বলেন, কার্যকরী সমিতির সব সদস্যই সোনিয়া গান্ধী ও তাঁর নেতৃত্বের উপর আস্থা রেখেছে৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Train Accident | লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা , দেখুন ভয়ঙ্কর রেল দুর্ঘটনা
00:00
Video thumbnail
Train Accident | সিগন্যাল বিভ্রাট নাকি যান্ত্রিক সমস্যা ? রেল দুর্ঘটনার কারণ কী ?
00:00
Video thumbnail
Weather Update | আজ থেকেই বৃষ্টি, কখন থেকে শুরু? কতটা বৃষ্টি? দেখুন
00:00
Video thumbnail
Kanchanjunga Express | কী করে একই লাইনে ২টি ট্রেন? কার গাফিলতি? দেখুন এই চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | দার্জিলিঙে বৃষ্টি চলছে, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধারকাজ!
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | রেল দুর্ঘটনায় কতজন মৃত? রেল কী ব্যবস্থা করল?
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | কাঞ্চনজঙ্ঘা লাইনচ্যুত, হেল্প ডেস্ক নম্বর জেনে নিন
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | ফের রেল দুর্ঘটনা, আহতের সংখ্যা কত? রেল কী ব্যবস্থা নিচ্ছে?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়, মৃত ৮, দাবি রেলের
02:57
Video thumbnail
আরো বারো | শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত আহত অনেক যাত্রী, দেখুন কী হয়েছিল?
53:16