skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশকেজরিওয়ালের বিকৃত ভিডিও পোস্ট, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

কেজরিওয়ালের বিকৃত ভিডিও পোস্ট, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

Follow Us :

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিকৃত ভিডিও পোস্ট করে বিতর্কে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। আদালতের নির্দেশে এ বার এফআইআর দায়ের হচ্ছে বিজেপি নেতার বিরুদ্ধে। দিল্লির তিস হাজারি আদালত পুলিশকে সম্বিত পাত্রের (Sambit Patra FIR) বিরুদ্ধে  নির্দিষ্ট ধারায় এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। এ ছাড়াও বিজেপি নেতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মিডিয়া উপদেষ্টা রাভিন ঠুকরাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিওতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কৃষি আইন সমর্থন করতে দেখা যাচ্ছে। একই ভিডিও দিল্লি বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে। যা নিয়েই বিতর্কের সূত্রপাত।

আম আদমি পার্টি সূত্রে খবর, ওই টুইটের প্রেক্ষিতে দলের তরফে দিল্লি পুলিশে অভিযোগ জানানো হয়। বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের কথা বলা হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এর পর আম আদমি পার্টির তরফে আদালতে মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার আদালত সম্বিতের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: সন্তানহারা মায়ের আর্তনাদ শুনুন মমতা: সম্বিত পাত্র

২০২১ সালের ফেব্রুয়ারিতে আম আদমি পার্টি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বিদ্বেষমূলক প্রচার চালানোর উদ্দেশ্যেই টুইটারে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ওই বিকৃত ভিডিও পোস্ট করেছেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকদের অসুবিধা কাছ থেকে দেখেছি। তাই দেশবাসীরা যখন আমায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন, তখন আমরা কৃষি বিকাশ ও কৃষক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। দেশের ছোট কৃষকদের কথা ভেবে এই তিন আইন আনা হয়েছিল। যদিও কিছু সংখ্যক কৃষকদের আমরা বোঝাতে পারিনি। তাই এই তিন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন: রাস্তায় নেমে বিরোধী সাংসদদের বিক্ষোভ গণতন্ত্রের লজ্জা: বিজেপি

ইউনাইটেড কিষাণ মোর্চা প্রধানমন্ত্রীর তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত জানান, আন্দোলন এখনই থামবে না না, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন সংসদে কৃষি আইন বাতিল হবে। আন্দোলন শুধুমাত্র তিনটি বিতর্কিত আইন বাতিলের বিরুদ্ধে নয়। কৃষকদের বাকি সমস্যার সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও কথা বলতে হবে।

RELATED ARTICLES

Most Popular