skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশFree Covid Booster: আগামী ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেবে...

Free Covid Booster: আগামী ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেবে কেন্দ্র

Follow Us :

নয়াদিল্লি: দেশজুড়ে করোনার চতুর্থ ঢেউ শুরু হতেই টিকাকরণে উৎসাহ বাড়াতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ আগামী ১৫ জুলাই থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে৷ বুধবার এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এই বিশেষ কর্মসূচি চলবে ৭৫ দিন পর্যন্ত৷ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন চলছে৷ সেই কর্মসূচির আওতায় প্রাপ্তবয়স্কদের ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷

করোনার দু’টো টিকা নেওয়ার পর প্রাপ্তবয়স্কদের একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেয় কেন্দ্র৷ মাঝে দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় বুস্টার ডোজ নিতে প্রাপ্তবয়স্করা উৎসাহ হারিয়ে ফেলে৷ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ১৮-৫৯ বছর বয়সী ৭৭ কোটি জনসংখ্যার মাত্র এক শতাংশের কম ব্যক্তি বুস্টার ডোজ নিয়েছেন৷ যদিও ষাটোর্ধ্ব ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মী ও করোনার প্রথম সারির যোদ্ধাদেরই বুস্টার ডোজ নেওয়ার উৎসাহ বেশি৷ দেশের ষাটোর্ধ্ব জনসংখ্যার অন্তত ২৬ শতাংশের বুস্টার ডোজ নেওয়া হয়ে গিয়েছে৷ কিন্তু ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ নিয়ে চিন্তা থেকেই গিয়েছে৷ এক সরকারি কর্তা জানিয়েছেন, অধিকাংশ ভারতীয়র দ্বিতীয় টিকা ন’মাস আগেই নেওয়া হয়ে গিয়েছে৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণাতে পাওয়া গিয়েছে, টিকার দুটো ডোজ নেওয়ার ছয় মাস পর শরীরে অ্যান্টিবডি অনেকটা থিতু হয়ে যায়৷ তাই বুস্টার ডোজ নিলে সেটা শরীরের অ্যান্টিবডিকেই সক্রিয় করে তোলে৷

কিন্তু ভারতীয়দের মধ্যে বুস্টার ডোজ নেওয়ার অনীহা তৈরি হয়েছে৷ তার উপর দেশে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ৷ তাই এই সময় টিকাকরণ নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে টিকাকরণ কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে ১৮-৫৯ বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে৷ এতদিন দ্বিতীয় ডোজ নেওয়ার ন’মাস পর বুস্টার ডোজ নিতে পারতেন ভারতীয়রা৷ গত সপ্তাহে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের ব্যবধান কমিয়ে আনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ ন’মাস থেকে ব্যবধান কমিয়ে ছ’মাস করা হয়েছে৷

আরও পড়ুন: Sri Lanka Crisis: মালদ্বীপে ৪ থেকে ৭ লক্ষ টাকার ঘরভাড়ার রিসর্টে ‘মধুচন্দ্রিমা’ কাটিয়ে সিঙ্গাপুর রওনা দেবেন গোতাবায়া!

RELATED ARTICLES

Most Popular