skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশঅযোধ্যা মন্দিরে রাখা বিস্ফোরক! এক ফোনে ছুটল পুলিশ, বম্ব স্কোয়ার্ড

অযোধ্যা মন্দিরে রাখা বিস্ফোরক! এক ফোনে ছুটল পুলিশ, বম্ব স্কোয়ার্ড

Follow Us :

অযোধ্যা :  হনুমানগড়ি মন্দিরে ভুয়ো বোমাতঙ্ক। শনিবার রাতে অযোধ্যা পুলিশের হেল্প লাইন নম্বরে হঠাত্ই বোমাতঙ্কের উড়ো খবর আসে। এক ব্যক্তি ফোনে জানান, অযোধ্যার সাদাতগঞ্জ এলাকায় হনুমানগড়ি মন্দিরে বিস্ফোরক রাখা আছে। সেখানে দ্রুত পুলিশ ফোর্স না পৌঁছলে দুর্ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে তড়িঘড়ি মন্দিরে ছুটে যায় পুলিশ। বোমাতঙ্কে খালি করে দেওয়া হয় মন্দির চত্বর। রাতভর চিরুনি তল্লাশি চলে এলাকায়, অথচ বিস্ফোরকের চিহ্ন মেলেনি কোথাও।

আরও পড়ুন : দুবাই থেকে কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক, হুলুস্থুল বিমানবন্দরে

ঘটনাস্থলে বম্ব স্কোয়ার্ড পৌঁছে জানায় মন্দিরে কোনও  বিস্ফোরক রাখা নেই। এ দিকে বোমা রাখার ভুয়ো খবর যে মোবাইল নম্বর থেকে রটানো হয়েছে সেটি ট্রাক করে পুলিশ জানতে পারে, অনিল কুমার নামে এক ব্যক্তি ওই সিমকার্ডের ব্যবহারকারী। লোকেশন ট্রাক করে ফাইজাবাদে অভিযুক্তকে পাকড়াও করতে পৌঁছে যায় পুলিশ। এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশি জোরায় অভিযুক্ত জানান, মদ্যপ অবস্থায় নিছক মজা করতে পুলিশের হেল্পলাইন নম্বরে বোমা রাখার ভুয়ো খবর দেন। ভুয়ো খবর  ছড়ানোয় ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। তবে ব্যক্তির সঙ্গে সন্ত্রাসবাদী কোনও সংগঠনের যোগাযোগ রয়েছে কীনা খোঁজ নিচ্ছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular