skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশ‘সমীক্ষা’ করতে নিউজ ক্লিক ও নিউজ লন্ড্রির দফতরে আয়কর হানা

‘সমীক্ষা’ করতে নিউজ ক্লিক ও নিউজ লন্ড্রির দফতরে আয়কর হানা

Follow Us :

নয়দিল্লি:  দেশের দুই বিখ্যাত অনলাইন নিউজ প্ল্যাটফর্ম  নিউজ লন্ড্রি এবং নিউজ ক্লিকের দফতরে হানা দিল আয়কর দফতর। শুক্রবার সকালে ওই দুই সংবাদমাধ্যমের দফতরে হাজির হয় আয়কর বিভাগের কর্তারা। যদিও ঘটনাটিকে ‘হানা’ দেওয়া নয়, শুধু ‘সমীক্ষা’ করতেই এই সংবাদমাধ্যমের দফতরে অভিযান চালানো হয়েছে বলে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে৷ ওই দুটি সংবাদসংস্থার দফতরই দক্ষিণ দিল্লিতে অবস্থিত৷

যদিও এই ‘সমীক্ষা’র নেপথ্যে ওই পোর্টাল দুটির আয়কর সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে দাবি আয়কর দফতরের৷ সেই সমস্ত আয়কর এবং রেমিটেন্স কীভাবে কতটা মিটিয়েছে সংস্থা দুটি তা এদিন খতিয়ে দেখেন আয়কর কর্তারা৷

নিউজ লন্ড্রির এক কর্মীর অভিযোগ, শুক্রবার সকাল সাড়ে ১১ নাগাদ দফতরে হাজির হন আয়কর কর্তারা৷ দফতরে আসা মাত্রই সকলকে নিজেদের মোবাইল ফোন সুইচ অফ করতে বলেন তাঁরা৷

আরও পড়ুন: রহস্যজনকভাবে খুন প্রাক্তন বিজেপি নেতা আত্মারাম তোমার, ঘর থেকে উদ্ধার দেহ

উল্লেখ্য, এই প্রথম নয়, গত ফেব্রুয়ারিতে বিদেশি অনুদান গ্রহণের অভিযোগে নিউজ লন্ড্রি’র প্রতিষ্ঠাতাদের বাসভবনে অভিযান চালায় এনফোর্মেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ ২০১৮-১৯ অর্থবর্ষে আমেরিকা থেকে ৯ কোটি টাকার বেশি বিদেশী অনুদান নেওয়ার অভিযোগ উঠেছিল সংস্থাটির বিরুদ্ধে৷

আরও পড়ুন:  বাচ্চাদের করোনা ভ্যাকসিন-পর্যবেক্ষণের কাজ প্রায় শেষ, দ্রুত পরবর্তী সিদ্ধান্ত

নিউজ লন্ড্রি কিংবা নিউজ ক্লিকই নয়, বেশ কিছু দিন আগে আয়কর রিটার্নে গাফিলতির অভিযোগ তুলে জনপ্রিয় হিন্দি দৈনিক ‘দৈনিক জাগরণ’র দফতরে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থাগুলি৷ এছাড়াও ইংরাজী  পোর্টাল ‘লাইভ মিন্টে’র দফতরেও সম্প্রতি হানা দেয় আয়কর দফতর ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলি৷ সত্যিই কি আয়কর সংক্রান্ত বিষয় নাকি কনটেন্ট ‘না পসন্দ’ হওয়ায় মোদী সরকারের রোষানলে পড়তে হল এই দুই জনপ্রিয় নিউজ পোর্টালগুলিকে৷ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে সেই প্রশ্ন৷

 

RELATED ARTICLES

Most Popular