skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeCurrent NewsKashi Vishwanath Corridor: বারাণসীর কাশী বিশ্বনাথ করিডর, মোদির স্বপ্নের প্রকল্পে কী কী...

Kashi Vishwanath Corridor: বারাণসীর কাশী বিশ্বনাথ করিডর, মোদির স্বপ্নের প্রকল্পে কী কী রয়েছে

Follow Us :

বারাণসী: সোমবার কাশী বিশ্বনাথ মন্দির করিডর (Kashi Vishwanath Corridor) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি(Narendra Modi)৷ এই করিডর নির্মাণে ৩৩৯ কোটি টাকা ব্যয় হয়েছে৷ পাঁচ লক্ষবর্গ ফুট এলাকাজুড়ে গঙ্গার ঘাট ও মন্দিরের সংযোগ রক্ষা করছে এই করিডোর। যার মাধ্যমে সহজেই ভক্তরা কাশী বিশ্বনাথ মন্দির পৌঁছতে পারবেন৷ এ ছাড়াও করিডরে রয়েছে, যাত্রী সুবিধা কেন্দ্র, টুরিস্ট ফ্যাসিলিয়েশন সেন্টার, বৈদিক কেন্দ্র, মুমুক্ষু ভবন, ভোগশালা, সিটি মিউজিয়াম, ভিউয়িং গ্যালারি, ফুড কোর্ট ইত্যাদি৷

 

মন্দিরে প্রবেশ দ্বার৷ ছবি-মোদির টুইটার থেকে নেওয়া৷

মন্দির এলাকা

নতুন করিডর নির্মাণ ছাড়াও মন্দির এলাকার ব্যাপক মানোন্নয়ন হয়েছে৷ অত্যাধুনিক পরিষেবা কেন্দ্র নির্মাণ করা হয়েছে৷ আগে গঙ্গার ঘাট থেকে মন্দিরটি স্পষ্ট দেখা যেত না৷ কিন্তু, নতুন করে ২০-২৫ ফুট চওড়া করিডরের মাধ্যমে গঙ্গার ললিতা ঘাটকে মন্দির চকের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মন্দিরের চারপাশের এলাকা তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ লাখ বর্গফুট করা হয়েছে। এখানে প্রায় ৪০টি মন্দিরের গৌরব পুনরুদ্ধার করা হয়েছে৷ ২৩টি ভবনে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ যে ভাবে করিডর নির্মাণ করা হয়েছে, তাতে তীর্থযাত্রীদের আর ভিড় করতে হবে না৷  কারণ, গঙ্গার ঘাট থেকে মন্দির সরাসরি দেখা যাবে৷

করিডর উদ্বোধন অনুষ্ঠানে ভক্ত ও বিশিষ্টরা৷ ছবি- মোদির টুইটার থেকে নেওয়া৷

অত্যাধুনিক পরিষেবা

চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যবসায়িক সম্মেলন এবং আন্তর্জাতিক কনভেনশন সেন্টার উদ্বোধন করেছিলেন৷ যে ভবনের নাম দেওয়া হয়েছে, ‘রুদ্রাক্ষ’৷ সেই ভবনে ১,২০০ লোকের বসার জায়গা আছে৷ যে ভবনটি দেখতে শিবলিঙ্গের মতো৷ ভবনের সামনে ১০৮টি রুদ্রাক্ষ রয়েছে৷ এ ছাড়াও আর্ট গ্যালারি, বহুমুখী জলসা ঘর, আলাদা আলাদা আলাচনার ঘর৷ প্রতিটিতেই আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে৷

Image
করিডর উদ্বোধন শেষে প্রসাদ খাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি৷ ছবি-টুইটার থেকে কংগৃহীত৷

সড়ক ও পরিবহণ

প্রধানমন্ত্রী মোদি দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন৷ একটি বারাণসী রিং রোড এবং বাবতপুর-বারাণসী সড়ক। রিং রোড নির্মাণে মোট ১,৫৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রথম দফায় ১৬.৫৫ কিমি দীর্ঘ রিং রোড নির্মাণে ৭৫৯ কোটি টাকা খরচ হবে৷ দ্বিতীয় দফায় চার লেনের ১৭.২৫ কিমি বাবতপুর-বারাণসী সড়ক নির্মাণে ৮১২ কোটি ব্যয় করা হবে৷  অন্য দিকে, জাতীয় সড়ক ১৯-র অধীনে ছয় লেনের বারাণসী  থেকে প্রয়াগরাজ রোড নির্মাণ করা হবে৷ যে রোড বারাণসী যানজটহীন হবে৷  ১১১.২৬ কোটি টাকা ব্যয়ে ১৫৩ কিমি বিস্তৃত ৪৭টি গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে৷ নিকাশি ব্যবস্থার উন্নতিতে অনলাইন পোর্টাল করা হয়েছে। বারাণসীর মান্ডুয়াদিহ রেলওয়ে স্টেশনকে আরও উন্নত সুবিধার ক্যাফেটেরিয়া, বুকিং রুম, লাউঞ্জ-সহ বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷  

ড্রোন ক্যামেরায় মন্দির৷ ছবি-টুইটার থেকে কংগৃহীত৷

আরও পড়ুন-ঔরঙ্গজেব কাশী এলে শিবাজী রুখে দাঁড়াতেন, দাবি প্রধানমন্ত্রী মোদির

চিকিৎসা পরিষেবা উন্নতি

চিকিৎসা ব্যবস্থার ব্যপক উন্নতি করা হয়েছে৷ ২০ শয্যার জরুরি পরিষেবার জন্য বিএইচইউ ট্রমা সেন্টার৷ শহর ও পার্শ্ববর্তী রাজ্যের লোকেদের চিকিত্সা দেওয়ার জন্য দুটি ক্যান্সার হাসপাতাল৷ একটি পন্ডিত মদন মোহন মালভিয়া ক্যান্সার হাসপাতাল এবং হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি 

শহরের ঐতিহ্যবাহী জায়গাগুলিতে কুইক রেসপন্স (কিউআর) কোড সহ ‘স্মার্ট সাইনসেজ’ বসানো হয়েছে। এক স্ক্যানেই পর্যটকদের সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং কোনও নির্দিষ্ট স্থানের ইতিহাস প্রদান করবে। এটি বারাণসীর ৮৪টি প্রাচীন ঘাট এবং সাইটগুলির চারপাশে গড়ে ওঠা সংস্কৃতি সম্পর্কে আরও তথ্য দেবে। পর্যটকদের সাহায্য ও নিরাপত্তা নিশ্চিত করতে শহরটি ৭২০টি স্থানে ৩০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

উল্লেখ্য, কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার পাড় পর্যন্ত পাঁচ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে করিডর নির্মাণ করা হয়েছে। ২০১৯ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়৷ তারপর আজ সোমবার সেই করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ প্রকল্পের শিলান্যাসও তিনি করেছিলেন৷ এ দিনের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিজেপি-শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন৷

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kanchenjunga Express Accident | দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যাত্রীদের কী অবস্থা?
00:00
Video thumbnail
Kanchenjunga Express Accident | একই লাইনে দু'টি ট্রেন! উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনা, কি বলছেন মমতা?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল মালগাড়ি, কিভাবে দুর্ঘটনা? দায় কার?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত আহত অনেক যাত্রী, দেখুন কী হয়েছিল?
00:00
Video thumbnail
Top Exclusive News | এক নজরে দেখে নিন সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
00:00
Video thumbnail
N. Chandrababu Naidu | NDA | জোড়া শর্ত, না মানলে! NDA ছাড়বেন চন্দ্রবাবু?
00:00
Video thumbnail
Suvendu Adhikari | আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা শুভেন্দুর
04:56
Video thumbnail
Alipurduar | Weather Update | বিপদসীমার ওপর দিয়ে বইছে বুড়ি তোর্সা
01:02
Video thumbnail
EVM | EVM কাণ্ড, ৪৮ লাখ ভোটের তফাৎ ,মামলা গড়াল সুপ্রিম কোর্টে
11:54:57
Video thumbnail
Babri Masjid | দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস বিকৃত ! পাঠ্যে বাবরি বাদ অযোধ্যার ইতিহাসে
02:04