skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsNagaland Protest: ‘অমিত শাহ দূর হটো’ স্লোগানে নাগাল্যান্ডের রাস্তায় হাজার হাজার মানুষ

Nagaland Protest: ‘অমিত শাহ দূর হটো’ স্লোগানে নাগাল্যান্ডের রাস্তায় হাজার হাজার মানুষ

Follow Us :

কোহিমা: নাগাল্যান্ডের (Nagaland Killings) মন জেলায় সেনাবাহিনীর গুলিতে ৬ নিরীহ নাগরিক প্রাণ হারান৷ পরে সেনার সঙ্গে সংঘর্ষে মারা যান আরও ৭ জন৷ নিহতদের মধ্যে এক জওয়ানও আছে৷ সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন নাগাল্যান্ডের হাজার হাজার মানুষ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কুশপুতুল পোড়ান তাঁরা৷ স্থানীয়দের দাবি, ওই ঘটনা নিয়ে সংসদে মিথ্যা এবং ভুলে ভরা বিবৃতি দিয়েছেন অমিত শাহ৷ তাঁকে ক্ষমা চাইতে হবে৷ মন জেলা বিজেপি সভাপতি নওয়ায়াং কোনিয়াক বলেন, ‘অমিত শাহের সংসদের ভাষণে স্থানীয়রা ক্ষুদ্ধ৷ তাঁরা ‘অমিত শাহ দূর হটো’ স্লোগান দিচ্ছেন৷’

প্রভাবশালী নাগা স্টুডেন্টস ফেডারেশন (এনএসএফ) শহরের এদিনের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে৷ হাজার হাজার মানুষ নিহতদের বিচারের দাবিতে এবং বিতর্কিত আফস্পা(AFSPA), বা সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বাতিলের দাবি করেন।

শীতকালীন অধিবেশনে সংসদে অমিত শাহ সংসদে বলেছিলেন, গ্রামবাসীদের নিয়ে যে ট্রাকটি আসছিল সেটি দাঁড় করাতে বলেছিল সেনাবাহিনী৷ কিন্তু ট্রাকটি না দাঁড়িয়ে আরও গতি বাড়িয়ে দিয়েছিল৷ সেনাবাহিনীর সন্দেহ হয়, ট্রাকে জঙ্গিরাই আছে৷ তাই গুলি চালায়৷ অমিত শাহের বক্তব্য খণ্ডন করে দিয়েছিল মেঘালয়ের এনডিএ-র সহযোগী দল ন্যাশনালিস্ট পিপলস পার্টি (এনপিপি)৷ এনপিপির মুখপাত্র জানিয়েছিলেন, ওই সব এলাকায় রাস্তার অবস্থা এতটাই খারাপ যে জোরে গাড়ি চালিয়ে পালানো অসম্ভব৷ একই বক্তব্য ওটিং গ্রামের বাসিন্দাদের৷

প্লাকার্ড হাতে বিক্ষোভ মিছিল৷

আরও পড়ুন- সংসদে মিথ্যে বিবৃতি, অমিতের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ মিছিল নাগাল্যান্ডে

বিক্ষোভকারীরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল৷ তাতে লেখা ছিল “আফস্পা বাতিলের আগে কতবার গুলি চালাতে হবে৷ আফস্পা ভারতীয় সেনাবাহিনীকে শয়তানে পরিণত করে৷ তাই আফস্পা নিষিদ্ধ করুন, আমাদের কণ্ঠস্বর নয়”।

এদিনের বিক্ষোভ অনেকটাই তাৎপর্যপূর্ণ৷ কারণ, টানা প্রতিবাদ আন্দোলনের তৃতীয় দিনে নাগাল্যান্ড জনগণের ক্ষোভ ক্রমাগত বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। সোমে কোনিয়াক ইউনিয়ন (কোনিয়াক নাগা উপজাতির শীর্ষ সংস্থা) যে ‘অসহযোগ আন্দোলন’ শুরু করে তা ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন লড়াইয়ের মাধ্যমে রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

আফস্পা বাতিলের দাবি৷

মন জেলা ছাড়াও, রাজ্যের পূর্বাঞ্চলের কিফিরে, তুয়েনসাং, নকলাক এবং লংলেং জেলায় বিক্ষোভ শুরু হয়েছে৷ এই সমস্ত অঞ্চলে দোকানপাট বন্ধ করে বিক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে৷ তাঁরা দাবি জানাতে থাকে, অবিলম্ব অভিযুক্ত সেনাদের গ্রেফতার করতে হবে৷ গত ডিসেম্বর সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘মিথ্যা’ বক্তব্য প্রত্যাহার করতে হবে৷  

RELATED ARTICLES

Most Popular