skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollবিজেপি ‘অতীত’, নরেন্দ্র মোদির মুখে শুধুই এনডিএ
Narendra Modi

বিজেপি ‘অতীত’, নরেন্দ্র মোদির মুখে শুধুই এনডিএ

আগের ১০ বছরে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার সুবাদে এনডিএ জোটের কথা শোনাই যেত না

Follow Us :

নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে (Narendra Modi) সর্বসম্মতভাবে সংসদীয় নেতা হিসেবে বেছে নিলেন এনডিএ-র (NDA) জয়ী প্রার্থীরা।শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে তাঁকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হল। নীতীশ কুমার (Nitish Kumar), চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu), একনাথ শিন্ডের মতো জোটসঙ্গী দলের নেতারা যেমন মোদির জয়গান করলেন, মোদির মুখেও তেমন এনডিএ জোটের ভূয়সী প্রশংসা শোনা গেল। অথচ আগের ১০ বছরে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার সুবাদে এনডিএ জোটের কথা শোনাই যেত না মোদির মুখে। এবারও নির্বাচনী প্রচারে বারবার প্রধানমন্ত্রীর মুখে মোদির গ্যারান্টির কথা শোনা গিয়েছে। এনডিএ নিয়ে তিনি নীরবই থেকেছেন। ভোটে বিজেপি (BJP) একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকে মোদির মুখে এখন এনডিএ প্রসঙ্গ উঠে আসছে।

লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন জিতেছে। ফলে সরকার গড়তে জোটসঙ্গীদের উপর নির্ভরশীল পদ্মশিবির। স্বাভাবিকভাবেই এখন জেডিইউ, টিডিপি ইত্যাদি জোটসঙ্গী রাজনৈতিক দলগুলিকে খুশি রাখতেই হবে। খুশি রাখতে বিজেপির হাত থেকে কতগুলি দফতর বেরিয়ে যায় সেটাই প্রশ্ন। ইতিমধ্যেই রেল, শিক্ষা, স্বাস্থ্য, জলসম্পদ উন্নয়ন সহ একাধিক হেভিওয়েট দফতর পাওয়ার দাবি এসেছে একাধিক শরিকদের থেকে।

আরও পড়ুন: জেলবন্দি সাংসদের শপথ নেওয়ার জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন

আপাতত জোটের প্রশংসায় পঞ্চমুখ মোদি বলেন, ভারতের ইতিহাসে এটাই সবথেকে সফল জোট। আমাদের লক্ষ্য সমস্ত বিষয়ে ঐকমত্য বজায় রাখা। পাশাপাশি এদিন ইন্ডিয়া জোটকে (INDIA bloc) তীব্র আক্রমণ করেন তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলা মোদি। তিনি বলেন, মানুষ যাতে গণতন্ত্রে বিশ্বাস করা ছেড়ে দেয় তা নিশ্চিত করতে চেয়েছিল বিরোধীরা। ওরা ক্রমাগত ইভিএম নিয়ে বাজে কথা বলেছে। ৪ জুন সন্ধ্যাতেই ওরা চুপ, ইভিএম ওদের চুপ করিয়ে দিয়েছে। এটাই ভারতের গণতন্ত্রের শক্তি। 

এরপর কংগ্রেসকে (Congress) কটাক্ষ করে মোদি বলেন, এক দশক পরেও ১০০ আসন জিততে পারল না কংগ্রেস। আমাদের এবারে জেতা আসনের থেকেও কম ওদের শেষ তিন লোকসভা নির্বাচনে জেতা আসন। ‘আমাদের’ বলতে মোদি এনডিএ জোটের কথাই বলছেন। ৪ জুনের আগে পর্যন্ত ‘আমরা’ বা ‘আমাদের’ বলতে বিজেপিকে বোঝাতেন তিনি। সে সব দিন অতীত, সময় এখন অন্যরকম।     

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular