skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশOmicron India: ভারতে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৪১৫, শীর্ষে মহারাষ্ট্র

Omicron India: ভারতে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৪১৫, শীর্ষে মহারাষ্ট্র

Follow Us :

নয়াদিল্লি: বর্ষশেষে উৎসবের বাতাবরণের মধ্যেই ভারতে ওমিক্রন (Omicron India) আক্রান্ত একলাফে চার’শো ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবাসরীয় রিপোর্ট অনুযায়ী, দেশে ওমিক্রন (Omicron India) আক্রান্ত বেড়ে হয়েছে ৪১৫ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ১০৮ জন।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় মহারাষ্ট্রই ছিল সংক্রমণের হটস্পট। ডেল্টার তাণ্ডবে সংক্রমণ-মৃত্যুর নিরিখে উদ্ধব ঠাকরের রাজ্যই ছিল শীর্ষে। এ বার করোনারভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন নিয়েও কিন্তু একইরকম আশঙ্কা রয়েছে। ভারতে ওমিক্রন সংক্রমণের এক চতুর্থাংশই এখন মহারাষ্ট্রে। ফলে কোভিড বিধিতে আরও কড়াকড়ি করেছে মহারাষ্ট্র সরকার। বর্ষশেষের বড়দিনের অনুষ্ঠান শুধু নয়, বর্ষবরণ উদযাপনের অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিদেশেও পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন। নিউ ইয়র্ক শহর, ইতালি, ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে। শুক্রবার ব্রিটেনে ১,২২,১৮৬ জনের ওমিক্রন রিপোর্ট পজিটিভ এসেছে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০,৫৯৯ জন। নিউ ইয়র্কে ওমিক্রন আক্রান্ত ২৭,০৫৩ জন।

আরও পড়ুন: Howrah Municipality Bill: হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই করিনি, টুইটে জানালেন রাজ্যপাল

ওমিক্রনের রিপোর্ট বিশ্লেষণ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ভারতে ৭০ শতাংশ ওমিক্রন আক্রান্তই উপসর্গহীন। আক্রান্তদের মধ্যে ৮৭ জনের ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া ছিল। আবার তিন জনের বুস্টার ডোজও নেওয়া রয়েছে।

মুম্বইয়ে শুধু ওমিক্রন নয়, সেইসঙ্গে দৈনিক কোভিড সংক্রমণও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় শুধু মুম্বইয়ে ৬৮৩টি করোনা পজিটিভ কেস ধরা পড়ে। ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার দেশের বাণিজ্যনগরীতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছিলেন ৬০২ জন। বুধবার দৈনিক আক্রান্ত ছিল ৪৯০ জন। নতুন করে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় দুশ্চিন্তা বাড়ছে মহারাষ্ট্র সরকারের।

এদিকে, দিল্লিতে শুক্রবার নতুন করে কোভিডে আক্রান্ত ১৮০ জন। ১৬ জুনের পর দেশের রাজধানীতে এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। পজিটিভিটির হার ০.২৯ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular