skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollধ্যান করতে কন্যাকুমারী এলেন নরেন্দ্র মোদি
PM Narendra Modi

ধ্যান করতে কন্যাকুমারী এলেন নরেন্দ্র মোদি

মোদির এই ‘কর্মসূচি’র প্রবল বিরোধিতা করেছেন দেশের বিরোধী দলগুলির নেতানেত্রীরা

Follow Us :

কন্যাকুমারী: তামিলনাড়ুর কন্যাকুমারীতে (Kanyakumari) উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিবেকানন্দ রক মেমোরিয়ালে (Vivekananda Rock Memorial) আজ, বৃহস্পতিবার সন্ধে থেকে ১ জুন সন্ধে পর্যন্ত ধ্যান করবেন তিনি। স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত ধ্যান মণ্ডপে ৪৫ ঘণ্টা ধ্যানস্থ থাকবেন মোদি। তিরুবনন্তপুর থেকে কন্যাকুমারীতে এসেছেন প্রধানমন্ত্রী। প্রথমে ভগবতী আম্মান মন্দিরে পুজো দেওয়ার কথা আছে তাঁর, তার পরেই হাজির হবেন ধ্যান মণ্ডপে।

এদিকে মোদির এই ‘কর্মসূচি’র প্রবল বিরোধিতা করেছেন দেশের বিরোধী দলগুলির নেতানেত্রীরা। বুধবার এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেসের (Congress) শীর্ষস্থানীয় নেতারা। কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের ৪৮ ঘণ্টা প্রচার বন্ধ রাখার নির্দেশ কায়দা করে এড়িয়ে যাচ্ছেন মোদি। তাঁর ধ্যান করার ‘কর্মসূচি’ যাতে সংবাদমাধ্যমে সম্প্রচারিত না হয় তারও অনুরোধ করেছে কংগ্রেস।

আরও পড়ুন: শেষ দফা ভোটের আগে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি মনমোহন সিংহের

বুধবার রাতে কংগ্রেসের রণদীপ সূরযেওয়ালা, অভিষেক মনু সিংভি এবং সৈয়দ নাসের হুসেন কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেন। তাতে মোদির ধ্যানস্থ হওয়া সহ আরও ২৭টি ঘটনায় বিজেপির আদর্শ আচরণ বিধি ভঙ্গ করার খতিয়ান দেওয়া হয়। গ্র্যান্ড ওল্ড পার্টি পরিষ্কার জানায়, কমিশন নির্দেশিত ‘নীরব পর্বে’ মোদির ধ্যান নির্বাচনের আদর্শ আচরণ বিধি ভঙ্গ করছে। প্রসঙ্গত, গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ঠিক একই অভিযোগ করেছিলেন। এদিকে দমদম লোকসভার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এদিন বলেন, “মোদিজি লোক দেখানোর জন্যে বসেছেন ধ্যান করতে, ধ্যানের নামে করছেন রাজনৈতিক ব্যবসা।”

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular