skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsকমছে অ্যাক্টিভ রোগী, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

কমছে অ্যাক্টিভ রোগী, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বাড়ছে দুশ্চিন্তার পারদ। রোজই বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৭১ জন। যা বৃহস্পতিবারের থেকে বেশ কিছুটা বেশি। এখনো পর্যন্ত দেশে মোট আক্রান্তের হয়েছেন প্রায় ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি। বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৪০ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন।

গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫৫ জন। এখনও পর্যন্ত দেশে করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৬১ হাজারের বেশি মানুষ। দেশে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন ।

আরও পড়ুন- কুম্ভ থেকে ছড়িয়েছিল করোনা, রিপোর্ট দিয়ে বিপাকে পুলিশ আধিকারিকরা

বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ। সুস্থতার পাশাপাশি চলছে করোনা পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে করো না পরীক্ষা করিয়েছেন ১৮ লক্ষ ৮৬ হাজার ২৭১ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষা করিয়েছেন ৫০ কোটি ২৬ লক্ষ ৯৯ হাজার ৭০২ জন।

আরও পড়ুন- ভ্যাকসিন নেওয়া থাকলে ডেল্টা আতঙ্ক কিছুটা কম

এই পরিস্থিতিতে একমাত্র ভরসা ভ্যাকসিন। দেশজুড়ে চলছে গণ টিকা করণ। ইতিমধ্যে দেশে ভ্যাকসিন নিয়েছেন ৫৭ কোটি ২২ লক্ষ ৮১ হাজার ৪৮৮ জন। গত একদিনে ভ্যাকসিন নিয়েছেন ৫৪ লক্ষ ৭১ হাজার ২৮২ জন। তবে, শুধু ভ্যাকসিন নয় করোনা থেকে বাঁচতে প্রয়োজন মাস্ক, স্যানিটাইজার এবং নির্দিষ্ট দূরত্ব বিধি।

RELATED ARTICLES

Most Popular