skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশSachin Pilot: সোনিয়ার সঙ্গে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিলেন সচিন পাইলট

Sachin Pilot: সোনিয়ার সঙ্গে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিলেন সচিন পাইলট

Follow Us :

নয়াদিল্লি, ২৫ এপ্রিল : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে তাঁর বৈঠকের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েদিলেন কংগ্রেস নেতা সচিন পাইলট । আগে থেকে এ বিষয়ে কোনও সসময় নির্ধারিত ছিল না বলেই জানিয়েছে সচিনের অফিস ।

সচিন পাইলট রাহুল গান্ধির গোষ্ঠীর নেতা বলেই পরিচিত । যাঁরা কংগ্রেসে প্রশান্ত কিশোরকে নেওয়ার ব্যাপারে অনেকটাই সক্রিয় । কিন্তু, পিকে-কে দলের নেওয়ার ব্যাপারে অপর একটি গোষ্ঠী প্রথম থেকেই বিরোধিতা করে আসছে । এ দিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির বাড়িতে কংগ্রেস নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল । সেখানেই থাকার কথা ছিল রাহুল ব্রিগেডের সচিনকে । কিন্তু, বৈঠক শুরুর কিছুক্ষণ আগেই সচিনের অফিস থেকে জানিয়ে দেওয়া হয় আজ, সোমবার সোনিয়ার সঙ্গে বৈঠক করার কোনও সম্ভাবনা নেই । আগে থেকে এ বিষয় কোনও সময়ও নির্ধারিত ছিল না ।

প্রসঙ্গত, প্রশান্ত কিশোর কি কংগ্রেসে যোগ দেবেন? শুক্রবার থেকে জল্পনা শুরু হলেও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস নেতৃত্ব ৷ সোমবারও এক দফায় সোনিয়া গান্ধির বাড়িতে বৈঠকে বসেন দলের শীর্ষ নেতারা ৷ প্রশান্ত কিশোরকে সরাসরি দলের সদস্য হিসেবে নিয়োগ করা হলে, পরবর্তীতে কোনও সমস্যা হবে কি না, সেই বিষয়টিই এখনও চিন্তায় রেখেছ সোনিয়া-রাহুলদের ৷ আর এ জন্য দলের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত পদক্ষেপ করা হবে বলে কংগ্রেস সূত্রে খবর ৷ আর এ-জ্ন্যই কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷

আরও পড়ুন: Jignesh Mevani: মোদির বিরুদ্ধে টুইট, অবশেষে জামিন পেলেন গুজরাতের বিধায়ক জিগনেশ মেভানি

RELATED ARTICLES

Most Popular