Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsCongress Action Group: ২০২৪-এর রণকৌশল স্থির করতে কংগ্রেসের অ্যাকশন গ্রুপ, চিন্তন বৈঠক...

Congress Action Group: ২০২৪-এর রণকৌশল স্থির করতে কংগ্রেসের অ্যাকশন গ্রুপ, চিন্তন বৈঠক ১৩-১৫ মে

Follow Us :

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে ময়দানে নেমে পড়ল কংগ্রেস। ভোটের রণনীতি ও রণকৌশল নির্ধারণের জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী একটি অ্যাকশন গ্রুপ তৈরি করেছেন। সোমবার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফের বৈঠকে বসেন সোনিয়া। সেখানেই ওই অ্যাকশন গ্রুপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে একথা জানান এআইসিসির অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি আরও জানান, আগামী ১৩ থেকে ১৫ মেয়ে পর্যন্ত রাজস্থানের উদয়পুরে নব সংকল্প নামে কংগ্রেসের চিন্তন শিবির বসবে।

তবে এদিনের বৈঠকে ভোটকুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল, দু-একদিনের মধ্যেই প্রশান্ত কিশোর বা পিকে কংগ্রেসে যোগ দিতে পারেন। গত কদিন ধরে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের ফাঁকেই পিকের প্রাক্তন সংস্থা আইপ্যাক এবং তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মধ্যে আগামী ভোটের ব্যাপারে চুক্তি হয়ে গিয়েছে। তা নিয়ে পিকে-কে ঘিরে কংগ্রেসের অন্দরে আবার নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব চাইছেন, পিকে অন্য সব দলের সঙ্গে সংস্রব ছিন্ন করে কংগ্রেসে পুরো সময় দিন। পিকের ঘনিষ্ঠ মহলের দাবি, এখন আর আইপ্যাকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। টিআরএস নেতা তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের যুক্তি, তাঁদের সঙ্গে চুক্তি হয়েছে আইপ্যাকের, পিকের নয়। এই অবস্থায় পিকের কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়টি ঝুলেই থাকল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Burdwan University: মার্কশিট মিলছে না কেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের

সুরজেওয়ালা জানান, চিন্তন শিবিরে বর্তমান রাজনৈতিক এবং আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি কীভাবে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা যায়, কথা হবে তা নিয়েও। ২০২৪ -এর লোকসভা ভোটকে এখন থেকেই পাখির চোখ হিসেবে দেখতে হবে দলের সর্বস্তরের নেত-কর্মীকে।

সুরজেওয়ালা বলেন, বিজেপির নীতি এবং আদর্শ দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। ধর্মের নামে মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। সেই রাজনীতিকেও ছেকানোর সময় এসে গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৮) | Sonia Gandhi | সোনিয়া গান্ধী কেন প্রধানমন্ত্রী হতে পারলেন না?
00:00
Video thumbnail
Abhishek Banerjee | সায়নীকে জিতিয়ে সংসদে পদ্মকে ‘ল্যাজেগোবরে’ করার ডাক অভিষেকের
01:47
Video thumbnail
Beyond politics | বিশ্বাসঘাতকদের ইতিহাস নির্মাণ
10:46
Video thumbnail
বাংলা বলছে | নিহত বিজেপি কর্মী, উত্তপ্ত নন্দীগ্রাম, মমতার নামে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির
35:50
Video thumbnail
সেরা ১০ | 'রেস্ট্রিক্টেড' থেকে 'ক্রাইসিস' গ্রুপে ইথিওপিয়াও, কথা-স্বাধীনতা, এক ধাপ নামল ভারত
21:30
Video thumbnail
নারদ নারদ (23.05.24) | ষষ্ঠ দফার আগে নন্দীগ্রামে নিহত ১, অভিষেকের বিরুদ্ধে উস্কানির অভিযোগ
16:59
Video thumbnail
জেলা Bulletin | ‘গরুচোর’ প্রসঙ্গে বিস্ফোরক দেব
07:11
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | নাম না করে অর্জুনকে আক্রমণ মমতার
08:21
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৮) | Sonia Gandhi | সোনিয়া গান্ধী কেন প্রধানমন্ত্রী হতে পারলেন না?
39:43
Video thumbnail
Loksabha Election 2024 | ষষ্ঠ দফার ভোটে কমিশনের নজর পূর্ব মেদিনীপুরে
36:28