skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশসাতসকালে কাশ্মীরে এনকাউন্টার, খতম ২ জঙ্গি

সাতসকালে কাশ্মীরে এনকাউন্টার, খতম ২ জঙ্গি

Follow Us :

শ্রীনগর: উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। শুক্রবার কাশ্মীরে গ্রেনেড হামলায় জখম দুই জওয়ান-সহ তিনজন জখম হন। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিল বাহিনী। পুলওয়ামায় বাহিনীর গুলিতে খতম হল ২ জঙ্গি। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: কাশ্মীরে গ্রেনেড হামলায় জখম দুই জওয়ান-সহ তিন

কাশ্মীর জোন পুলিশ সূত্রে খবর, ডাচিগ্রাম জঙ্গলের নামিবিয়ান ও মারসারের মধ্যবর্তী এলাকায় এ দিন ভোরের দিকে অভিযান শুরু করে বাহিনী। কাশ্মীরের পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের যৌথ অভিযান শুরু হয় জঙ্গিদের বিরুদ্ধে। জঙ্গলের ভিতরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে জওয়ানেরা।

পরিস্থিতি বেগতিক দেখে জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনী। শুরু হয়ে যায় গুলির লড়াই। আর তাতেই ঘায়েল হয়ে যায় জঙ্গিরা। অল্প সময়ের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় দুই জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অভিযান শেষ হয়নি। জঙ্গলের মধ্যে আরও জঙ্গি রয়েছে কি না তা খতিয়ে দেখতে জারি রয়েছে তল্লাশি।

আরও পড়ুন: কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৬, নিরুদ্দেশ ৩০

শুক্রবার কাশ্মীরে গ্রেনেড হামলায় জখম দুই জওয়ান-সহ তিনজন জখম হন। বারামুল্লা শহরে জওয়ানদের লক্ষ্য করে আচমকা গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। সেই হামলাতেই দুই সিআরপিএফ জওয়ান জখম হন। সেই সঙ্গে পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিও জখম হন। জখম হওয়া তৃতীয় ব্যক্তি একজন সাধারণ মানুষ।

চলতি মাসে বেশ কয়েকটা এনকাউন্টার হয়েছে কাশ্মীরে। অনেক জঙ্গির প্রাণ গিয়েছে। অল্প সংখ্যক জওয়ানের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তাছাড়াও সাম্প্রতিক অতীতে ড্রোন মারফত হামলা চালানো হয় উপত্যকার সেনা ঘাঁটিতে। সেই সঙ্গে ড্রোন মারফত অস্ত্র বা বিস্ফোরক পাঠানোর ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: ভিডিও বানাতে গিয়ে আকাশে ড্রোন, নৌসেনার হাতে গ্রেফতার যুবক

RELATED ARTICLES

Most Popular