Friday, July 5, 2024

Homeখেলাশরদের শিবিরে ফিরবেন অজিত! মহারাষ্ট্রে ডামাডোল
Ajit Pawar

শরদের শিবিরে ফিরবেন অজিত! মহারাষ্ট্রে ডামাডোল

অজিত শিবির থেকে প্রায় ১৮-১৯ জন দলে ফিরতে ইচ্ছুক

Follow Us :

কলকাতা: মহারাষ্ট্রে (Maharashtra) লোকসভা ভোটে (Loksabha Elections 2024) বিপর্যয় ঘটেছে অজিত পওয়ারের (Ajit Pawar) এনসিপিতে (NCP)। শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপি ছেড়ে বিজেপির হাত ধরেছিলেন অজিত। নির্বাচনে ভরাডুবির পর কি ‘ঘর ওয়াপসি’ ঘটবে তাঁর? এখনও তা জানা না গেলেও দলত্যাগী কিছু এনসিপি নেতা নাকি শরদ শিবিরে ফিরতে চাইছেন। একথা জানিয়েছেন শরদের ভাইপো রোহিত পওয়ার (Rohit Pawar)।

নির্বাচনের টিকিট বিতরণের সময় অজিতের শিবির থেকে শরদের শিবিরে ফিরে গিয়েছিলেন নীলেশ লঙ্কে এবং বজরং সোনাওয়ানে। নিজের নিজের আসন থেকে তাঁরা জিতেছেন। তা দেখেই নাকি পুরনো তাঁবুতে ফিরতে চেয়েছেন বেশ কিছু অজিত গোষ্ঠীর নেতা।

আরও পড়ুন: অখিলেশের সঙ্গে অভিষেকের বৈঠক

এক সর্বভারতীয় সংবাদপত্রকে রোহিত পওয়ার বলেছেন, অজিত শিবির থেকে প্রায় ১৮-১৯ জন দলে ফিরতে ইচ্ছুক। কিন্তু দুঃসময়ে যাঁরা শরদ পওয়ারের পাশে থেকে গিয়েছেন, তাঁর কাছে তাঁরাই গুরুত্বপূর্ণ, দলে তাঁরাই অগ্রাধিকার পাবেন। এদিকে শরদ গোষ্ঠী এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল জানিয়েছেন, কাউকে ফেরানো হবে কি হবে না তা নিয়ে শরদ পওয়ারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

২০২৩ সালে শরদ গোষ্ঠী থেকে বেরিয়ে গিয়েছিলেন তাঁর ভাইপো অজিত। তাঁর সঙ্গে ৩৯ জন বিধায়ক থাকা সত্ত্বেও লোকসভা নির্বাচনে মাত্র একটিই আসনে জয় এসেছে। ভরাডুবির পর বুধবার এনডিএ জোটের বৈঠকে যাননি তিনি। বরং আলাদা করে তাঁর গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। শোনা যাচ্ছে, এই নির্বাচনে ভালো ফল করে দল আরও বড় হবে আশা করেই অজিতের হাত ধরেছিলেন সবাই। কিন্তু এই হারের পর ভবিষ্যৎ নিয়ে দোটানায় তাঁরা। অজিত নিজে কী করবেন তা স্পষ্ট নয় এখনও।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular