skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeরাজনীতিRoopa Ganguly: টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগে ভোটের দিনও দলকে বিঁধলেন বিজেপি...

Roopa Ganguly: টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগে ভোটের দিনও দলকে বিঁধলেন বিজেপি সাংসদ রূপা

Follow Us :

কলকাতা : পুরভোটের দিনই ফের একবার দলের বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ তুললেন রূপা গঙ্গোপাধ্যায় । পুরো বিষয়টা নিয়ে রাজ্য নেতৃত্বের দিকেই আঙুল তুললেন দলের এই অভিনেত্রী-সাংসদ । পাশাপাশি, প্রয়াত তিস্তা বিশ্বাসের স্বামীকে প্রার্থী না করা নিয়েও ক্ষোভ লুকিয়ে রাখলেন না তিনি । আর শেষে সেই তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ । কমলা গার্লস স্কুলে ভোট দেওয়ার পর এ ভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন রূপা ।

রাজ্য কমিটির সঙ্গে নিজের দূরত্বের কথা ঘোষণা করে রূপার সাফ মন্তব্য, পুরভোটে টাকা দিয়ে প্রার্থী কিনেছে বিজেপি । দলের প্রাক্তন রাজ্য সভাপতির দিকে একাধিক অভিযোগ তুলে রূপার কটাক্ষ, “আমাদের সভাপতি নতুন এসেছেন । তিনি অনেক কিছু চেনেন, বোঝেন । দিলীপবাবুর পুরো টিমটা রয়েছে ।” টাকা নিয়ে প্রার্থী করার অনেক অভিযোগের প্রমান রয়েছে । বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব জানে বলেও অভিযোগ করেন অভিনেত্রী-সাংসদ ।

পুরভোটে প্রার্থী ঘোষণার পর থেকেই রাজ্য নেতাদের বিরুদ্ধে সরব রূপা । এর অন্যতম কারণ, ৮৬ নম্বর ওয়ার্ডে রাজর্ষি লাহিড়িকে প্রার্থী করা । যেখানে গত ৫ বছর বিজেপির হয়ে কাউন্সিলর ছিলেন প্রয়াত তিস্তা বিশ্বাস । তিস্তা বিশ্বাসের স্বামী সৌরভকে প্রার্থী না করায়, আগেই দলের বিরুদ্ধেই সরব রূপা গঙ্গোপাধ্যায় । এ দিন ভোট দেওয়ার পরও রূপা অভিযোগ করেন, বিজেপির প্রার্থী রাজর্ষি লাহিড়ি আদতে বন্ধুর পিছনে ছুরি মারা পাবলিক । রাজর্ষি কোনওদিন কারও হতে পারে না ।

আরও পড়ুন: Exclusive: ‘ফালতু’ বৈঠকে কেন ডাকা হয়? বিস্ফোরক রূপা, রাজ্য সভাপতির ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ বিজেপি নেত্রীর

একই সঙ্গে স্পষ্ট জানান, ৮৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে তিনি সমর্থন করেন না । এ প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “ওখানে বিজেপি প্রার্থীর পক্ষে নই আমি । আজও না । তিস্তা মনে করতেন আমাকে এই রঙটা মানায় (নিজের পরনের সবুজ শাড়ির দিকে ইঙ্গিত করে) । আজ ওর দেওয়া একটা শাড়ি পরে এসেছি । তিস্তাকে আমি ভালবাসি । আমরা রাজনীতি করতে এসেছি, মানুষকে ছেড়ে নয় । মানুষের জন্য রাজনীতি করতে এসেছি । যে এতদিন ধরে খেটেছে, আমি তাঁর সঙ্গেই থাকব ।”

RELATED ARTICLES

Most Popular