skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeScrollগৃহবধূকে অ্যাসিড হামলা, অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Acid Attack On Housewife

গৃহবধূকে অ্যাসিড হামলা, অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ওই গৃহবধূ

Follow Us :

বজবজ: গৃহবধূকে অ্যাসিড হামলার (Acid Attack On Housewife) অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বজবজের (Budge Budge) পূজালি থানায় এলাকার রাজিবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর পশ্চিম পাড়ায় এক গৃহবধূ উপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগের তীর আক্রান্ত মহিলার স্বামীর বিরুদ্ধ। অভিযোগ রবিবার রাতে আক্রান্ত গৃহবধূর স্বামী তার মুখে অ্যাসিড মারে। গৃহবধূর প্রতিবেশী জানান হঠাৎই রাতে ওই গৃহবধূ প্রতিবেশীর বাড়িতে যান এবং বলেন তার স্বামী তার মুখে অ্যাসিড মেরেছে। এরপরই গৃহবধুর বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: হাসপাতালের বহির্বিভাগের সামনেই আবর্জনার পাহাড়, উদাসিন পুরসভা

বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ওই গৃহবধূ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত স্বামী শেখ আব্বাসের দুটি বিয়ে। প্রথম স্ত্রীর দুটি কন্যা সন্তান রয়েছে। আক্রান্ত স্ত্রীকে দ্বিতীয় বার বিয়ে করে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন পূজালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী পলাতক,নাম শেখ আব্বাস(কালো)। অভিযুক্তর খোঁজ শুরু করেছে পূজালী থানার পুলিশ।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular