Placeholder canvas
HomeScroll'বাংলা' ও 'মিষ্টি'কে অপমান ভারতী সিং'য়ের!

‘বাংলা’ ও ‘মিষ্টি’কে অপমান ভারতী সিং’য়ের!

বাংলা ও মিষ্টিকে অপমান ভারতী সিং'য়ের?

কলকাতা: রসগোল্লা, সন্দেশ, দই, লেডিক্যানি… শত শত বাহারি মিষ্টি। বাংলা (Bengal) মানেই তার জিভে জল আনা হরেক রকমের মিষ্টি। রাজ্যের পাশাপাশি দেশে-বিদেশে সমানভাবে জনপ্রিয় বাংলার মিষ্টি। কিন্তু বাংলার ‘মিষ্টিকে’ই এবার অপমান করলেন কমেডিয়ান ভারতী সিং!

বাঙালিরা তো বটেই, ভারতীকে ধিক্কার জানিয়েছেন কবীর সুমনও। ‘বিগবস’ শো’য়ে হাজির হয়েছিলেন ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সেখানেই এক প্রতিযোগী ‘ঐশ্বর্য শর্মা’কে তিনি জিজ্ঞাসা করেন, ‘কী মিষ্টি ভাল লাগে? ঐশ্বর্যা উত্তর দেন, ‘সন্দেশ তাঁর প্রিয়’। ভারতী আচমকাই ‘ভ্যাংচা’তে শুরু করেন তাঁকে। এর পরেই বলে বসেন, ভারতের কোন মিষ্টি ভাল লাগে?

আরও পড়ুন: ‘ঐশ্বর্যা’কে বিয়ের স্বপ্ন পাক ক্রিকেটারের, গর্জালেন ‘বিগ বি’

ঐশ্বর্যা অবাক হয়ে পাল্টা বলেন, ‘বাংলার মিষ্টি মানে তো ভারতেরই মিষ্টি। সেই ক্লিপ ভাইরাল সোশ্যালও মিডিয়ায়। সকলের একটাই বক্তব্য, বাংলা ও মিষ্টিকে অপমান করেছেন ভারতী সিং।

অন্য খবর দেখুন:

Colour Bar | শাহরুখের নতুন ছবি নিয়ে বিরাট আপডেট, দেখুন কালারবার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments