skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollমঙ্গলেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মিগজাউম'

মঙ্গলেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

চেন্নাইয়ে তাণ্ডবের পর কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা?

Follow Us :

চেন্নাই: ভয়াবহ রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় (Cyclone) ‘মিগজাউম'(Michaung)। ল্যান্ডফলের অনেক আগে থেকেই তাণ্ডব দেখাতে শুরু করেছে। সোমবার কার্যত তাণ্ডব চালিয়েছে এই ঝড়। মঙ্গলবার দুপুরেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘মিগজাউম’। নেল্লোর এবং মছলিপটনমের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পূর্বাভাস রয়েছে। সে সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। ইতিমধ্যেই এই ঝড় অন্ধ্র প্রদেশের উপকূল এলাকা পেরিয়ে গিয়েছে।

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ নেল্লোর এবং মাচিলিপটনমের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। সকাল থেকেই এটি ধীরে-ধীরে উত্তরের দিকে সরে উপকূলের আরও কাছে যেতে শুরু করেছে। যার প্রভাবে সকাল থেকে চেন্নাই ও তামিলনাড়ু উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং তার সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টিপাত।  রাত আড়াইটে নাগাদ সাইক্লোন মিগজাউম নেল্লোরের উত্তর ও উত্তর পূর্ব দিকে ২০ কিলোমিটার এবং চেন্নাই থেকে ১৭০ কিলোমিটার দূরত্ব অবস্থান করছিল। বাপাটলা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ এবং মছলিপটনম থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে ২১০ কিলোমিটার দূরত্ব ছিল।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে চেন্নাই সমুদ্র, বিমান যেন টাইটানিক

অন্যদিকে, মিগজাউমের জেরে টানা বৃষ্টিতে ভাসছে চেন্নাই। জলমগ্ন হয়ে পড়েছে ঘর-বাড়ি, রাস্তাঘাট। কমপক্ষে ৭ জনের মৃত্যুও হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ-প্রবণ এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। চেন্নাই-বেঙ্গালুরুর একাধিক বিমানও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিন তামিলনাড়ুর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় সতর্রকতা জারি করা হয়েছে।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular