skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollআমন ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা, আলু চাষেও ক্ষতি

আমন ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা, আলু চাষেও ক্ষতি

Follow Us :

বাঁকুড়া: লাগাতার বৃষ্টিতে আমন ধান (Aman Paddy Cultivation Rain) ও আলু চাষে (Potato Cultivation) ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় বাঁকুড়া (Bankura) জেলায় মোট বৃষ্টি হয়েছে ৪৫.৯ মিলিমিটার। আর এই বৃষ্টিতেই কার্যত ডুবে গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তের ধান ও আলুর জমি। ডিসেম্বরের গোড়াতে বাঁকুড়া জেলায় এখন আমন ধান কাটার মরসুম চলছে। বহু জমিতে ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে। তেমনই বহু জমিতে ধান গাদা করে রাখা হয়েছে। জমিতে জল জমে যাওয়ায় এই কাটা ধান এখন ডুবে রয়েছে। ফলে ধানে অঙ্কুর হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। সেই ধান এখন বাড়িতে আদৌও নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় চাষীরা। বৃষ্টি ধানের বড় ক্ষতি করে দিল বলে জানাচ্ছেন কৃষকরা।

বৃষ্টির জল পড়ে ধান নষ্ট হওয়া সম্ভাবনা রয়েছে আর এর ফলে বাজারে চালের দাম বাড়তে পারে। সারা বছর এই চাষের উপর নির্ভর করতে হয় কৃষকদের। বৃষ্টির জেরে চাষে ব্যাপক প্রভাব পড়েছে মনে করছেন চাষিরা। আমন ধান চাষ নিয়ে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা ৷ বিকল্প উপায়ে কীভাবে চাষের ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে ৷

আরও পড়ুন: বৃষ্টির জেরে নষ্ট হচ্ছে ধান, জমি থেকে পাকা ফসল তুলতে ব্যস্ত চাষীরা

অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুর, জয়পুর, সোনামুখী, বিষ্ণুপুর, সিমলাপাল, ওন্দা, তালডাংরা সহ বিভিন্ন ব্লকে এখন আলু বসানোর ভরা মরসুম চলছে। সেই আলুর ক্ষেত জলেভরপুর। সেই জমা জলে বসানো আলু যেমন পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তেমনই যে সব জমিতে আলু বসানোর প্রক্রিয়া শুরু করেছিলেন চাষিরা সেই জমিগুলিতে আলুর বসানোর প্রক্রিয়া পিছিয়ে যাবে বলে মনে করছে চাষিদের একাংশ। এই অকাল বৃষ্টি আলু চাষেও বড় ক্ষতি করল বলেও দাবি কৃষকদের।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular