skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeরাজ্যউত্তর কলকাতায় মোদির রোড শোয়ে নজরকাড়া ভিড়
Narendra Modi Road Show

উত্তর কলকাতায় মোদির রোড শোয়ে নজরকাড়া ভিড়

একই পথে আগামিকাল বুধবার রোড শো মমতার

Follow Us :

কলকাত: উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রোড শো (Narendra Modi Road Show) হল মঙ্গলবার সন্ধ্যায়। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু করেন মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে হুডখোলা গাড়িতে আছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়, দমদমের প্রার্থী শীলভদ্র দত্ত প্রমুখ। শ্যামবাজার থেকে বিধান সরণি হয়ে বিশাল মিছিল যায় বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ি পর্যন্ত। একই পথে আগামিকাল বুধবার রোড শো মমতার।

রোড শোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুপাশে হাজার হাজার সাধারণ মানুষ মোদিকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন। তাঁদের মুখেও মোদি মোদি স্লোগান ছিল। অনেকে মোবাইলের আলো জ্বালিয়ে পথ হাঁটেন। ভিড় সামাল দিতে পুলিশ রীতিমতো হিমশিম খায়।

আরও পড়ুন: সময়ে ব্যবস্থা না নিলে কয়েক লক্ষ লোক মরত, দাবি মুখ্যমন্ত্রীর

রোড শোর আগে বাগবাজারে (Bagbazar) সারদা দেবীর বাড়িতে যান প্রধানমন্ত্রী। সেখানে মোদি প্রার্থনা করেন, পুজো দেন। দেখা করেন সন্ন্যাসীদের সঙ্গে। তারপর শুরু হয় রোড-শো। এদিন দুপুর থেকে উত্তর কলকাতার একটা বড় অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়। কলেজ স্ট্রিট, বিধান সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগেভাগে ছুটি দিয়ে দেওয়া হয়। সকাল থেকে এই রোড শোয়ের জন্য রাজ্য বিজেপি নেতাদের ব্যস্ততা ছিল তুঙ্গে। রাজ্য সভাপতি সুকান্ত অন্য নেতাদের নিয়ে ব্যবস্থাপনা দেখেন। তিনি বলেন, আমাদের আশা,লক্ষ লোকের ভিড় হবে। রাতে ভিড়ের বহর দেখে আপ্লুত খোদ প্রধানমন্ত্রী। আগামিকাল বুধবারও মোদির সভা রয়েছে মথুরাপুরে। কালই মোদির শেষ প্রচার বাংলায়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular