skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollবৃদ্ধাকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা

বৃদ্ধাকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা

যুব তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের

Follow Us :

গাইঘাটা: বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার (Gaighata) মানিকহীরা দেশ পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম কানন রায়, বয়স ৬২। এই ঘটনায় তৃণমূল যুবনেতা নিরুপম রায়ের বাড়ি ঘেরাও (Protest) করেন গ্রামবাসীরা। যদিও তৃণমূল যুবনেতার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় বেসামাল আচরণ করা নিয়ে সমীরে সঙ্গে বিবাদ বেদে যায় কাননের। এই বিবাদের মাত্রা এতটাই বেড়ে যায়, যে মাথায় বাঁশ দিয়ে মারা হয় তাঁকে। গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা।

আরও পড়ুন: বিষ্ণপুর বনবিভাগে ৪০টি হাতির দল, পুজোতে ছুটি বাতিল কর্মীদের

বৃদ্ধাকে খুনের পিছনে মদত দিয়েছে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি নিরুপম রায় ও তাঁর বাবা। এই অভিযোগ তুলে এদিন সকাল থেকে তৃণমূল যুবনেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। নিরুপমের গ্রেফতারির দাবিতে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় গাইঘাটা থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, নিরুপম তৃণমূলের যুব সভাপতি হওয়ার পরে এলাকায় তাঁর প্রভাব দেখানোর চেষ্টা করে।

স্থানীয়দের দাবি, সমীর নামে ওই যুবক গতকাল রাতে মদ্যপ অবস্থায় এলাকায় অসভ্য আচরণ করছিল। প্রতিবাদ করতে গেলে কাননের উপর চড়াও হয়। তাঁকে মাথায় বাঁশ দিয়ে মারে বলে অভিযোগ। কাননকে বাঁচাতে আসলে তাঁর বৌমাকেও মারধর করা হয়। আহত অবস্থায় কাননকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরপর থেকে এলাকায় ক্ষোভ জমতে শুরু করে। মৃতার পরিবারের অভিযোগ, তাঁরা বিজেপি (BJP) করে বলেই তৃণমূলের সমীর খুন করেছে।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular