skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsWimbledon Tennis: যুদ্ধের শাস্তি, রাশিয়ার খেলোয়াড়দের খেলার অনুমতি মিলছে না এবার

Wimbledon Tennis: যুদ্ধের শাস্তি, রাশিয়ার খেলোয়াড়দের খেলার অনুমতি মিলছে না এবার

Follow Us :

বিশ্ব টেনিসের পুরুষদের ক্রমতালিকায় দুই নম্বর থাকা ড্যানিয়েল মেদভেদেভকে এবার উইম্বলডনে খেলার অনুমতি দেবে না টুর্নামেন্ট কর্তৃপক্ষ। কারণ, রাশিয়ার উইক্রেনের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া। শুধু তিনিই নন, এই সিধ্যান্ত এবার খেলতে দেবে না এটিপি-র ক্রমতালিকায় থাকা ৮ নম্বর প্লেয়ার আন্দ্রে রুবলেভকে।

রাশিয়া উইক্রেনকে আক্রমণ করার পর থেকে বিশ্ব ক্রীড়া দুনিয়ায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আগের মাসেই অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (AELTC)-যারা এই গ্রাস কোর্ট গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করে, তাদের কর্তারা জানিয়েছিলেন ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলে – চূড়ান্ত সিধ্যান্ত নেবে রাশিয়া আর বেলারুশ প্লেয়ারদের নিয়ে।
সংগঠকরা জানিয়েছে, মে মাসের মাঝামাঝি এই সিধ্যান্ত জানিয়েও দেওয়া হবে, প্লেয়ার্স এন্ট্রি ক্লোজ হওয়ার আগে। টুর্নামেন্ট শুরু হবে ২৭ জুনে। ফাইনাল ১০ জুলাই।

একটি ব্রিটিশ ট্যাবলয়েড পেপার লিখেছে, এখনই এ নিয়ে সরকারি ঘোষণা না করলেও, রাশিয়ায় প্লেয়ারদের খেলতে দেওয়া হবে না। এর ফলে পুরুষদের দুই প্রথম সারির প্লেয়ার ছাড়াও, মহিলাদের বিশ্ব ক্রমতালিকায় ১৫ নম্বর প্লেয়ার পাবল্যুচেনকোভার খেলার উপরও নিষেধাজ্ঞা জারি হবে।

বেলারুশ প্লেয়ারদের কি হবে? এটা নাকি এখনও স্পষ্ট নয়। এই বেলারুশকে রাশিয়া চলতি যুদ্ধে হাতিয়ার করেছে। এখান থেকে ‘স্পেশাল অপারেশন’ চালাচ্ছে রাশিয়া। বিশ্ব টেনিস সংস্থা ইতিমধ্যে রাশিয়ার প্লেয়ারদের সব টুর্নামেন্টে দেশের নামে খেলা বা পতাকা নিয়ে অংশ নেওয়া ব্যান করে দিয়েছে। ব্যাক্তিগত নামে শুধু অংশ নিতে পারছে। পরিস্থিতি যা তাতে বেলারুশ প্লেয়ারদেরও খেলতে দেওয়া হবে না।

এদিকে ব্রিটিশ ক্রীড়া মন্ত্রী নাইজেল হাডলস্টন গত মাসেই বলে দিয়েছেন, ‘ রাশিয়ার খেলোয়াড়দের রাশিয়ার পতাকা উড়িয়ে খেলাটা পছন্দ করছি না।’ আর সেটা উইম্বলডনে হতেই দেবেন না বলেই অভিজ্ঞ মহলের আন্দাজ।

ছবি: সৌ টুইটার

RELATED ARTICLES

Most Popular