skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeখেলাT20 WC 2022: স্মিথকে বাদ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়ার

T20 WC 2022: স্মিথকে বাদ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়ার

Follow Us :

টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল আয়োজক দেশ অস্ট্রেলিয়া। শনিবার সিডনিতে সুপার ১২ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম একাদশ অভিজ্ঞ তারকা ব্যাটার স্টিভ স্মিথকে রাখল না অস্ট্রেলিয়া। স্মিথের জায়গায় টিম ডেভিডকেই খেলালেন ফিঞ্চ। উইকেটকিপার সহ ছয় স্পেশালিস্ট ব্যাটার, এক পেসার অলরাউন্ডার, এক স্পিনার, এক স্পিনার ও তিন স্পেশালিস্ট পেসারে দল সাজিয়েছে অজিরা। নিউ জিল্যান্ড আবার প্রথম একাদশে রাখেনি অভিজ্ঞ ওপেনার মার্টিন গুপ্তিলকে। 

গুপ্তিলের জায়গায় ফিন অ্যালনকে খেলাচ্ছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দীর্ঘ ১১ বছর অস্ট্রেলিয়ায় ওয়ানডে জেতেনি নিউ জিল্যান্ড। ২০১৫ ওয়ানডে ও ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।  

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), মার্কস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড

নিউজিল্যান্ডের প্রথম একাদশ- ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিল্পিস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিতচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

RELATED ARTICLES

Most Popular