skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeT20 World Cupক্লাসেনের ভয়েই পাক পেসারের জ্বর! চলছে ট্রোলিং  

ক্লাসেনের ভয়েই পাক পেসারের জ্বর! চলছে ট্রোলিং  

জ্বর নয়, পাক পেসারের না খেলার কারণ ডর

Follow Us :

চেন্নাই: চেন্নাইতে চলছে পাকিস্তান (Pakistan) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa)। এই ম্যাচে তাদের এক নম্বর পেসার কাগিসো রাবাডাকে (Kagiso Rabada) বিশ্রাম দিয়েছে প্রোটিয়া শিবির। অন্যদিকে পাকিস্তানের হয়ে খেলছেন না হাসান আলি (Hasan Ali)। ডানহাতি পেসারের ম্যাচের আগের দিন রাতে জ্বর এসেছিল বলে খবর। তাঁর জায়গায় খেলানো হয়েছে মহম্মদ ওয়াসিমকে। হাসান আলির না খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল ঠাট্টা-তামাশা।

অনেকেই রসিকতা করে বলছেন, জ্বর নয়, পাক পেসারের না খেলার কারণ ডর, অর্থাৎ ভয়। এই বিশ্বকাপে বিধ্বংসী ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) তাণ্ডব করেছেন। তাঁর ভয়েই জ্বর এসে গিয়েছে হাসানের, এসব বলেই ঠাট্টা করছেন নেটিজেনরা। একজন লিখছেন, কেরিয়ার খতম হওয়ার ভয়ে বগলে পেঁয়াজ রেখেছিলেন পাক পেসার। আর একজন বললেন, ক্লাসেনের ব্যাটিং দেখেই জ্বর এসে গিয়েছে হাসান আলির।

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে আজ পাকিস্তানের শেষ সুযোগ

 

সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে আজই পাকিস্তানের শেষ সুযোগ। পাঁচ ম্যাচের দুটোতে জয়, তিনটে হার, পয়েন্ট চার। বাকি চার ম্যাচের চারটে জিততে হবেই, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। আর আজ হারলে সেমিফাইনালের দৌড় থেকে নিশ্চিতভাবে ছিটকে যাবে বাবর আজমের (Babar Azam) দল। এরকম মরণবাঁচন ম্যাচে তাঁদের প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ের (Chennai) চিদম্বরম স্টেডিয়ামে আজ তাই নিজেদের সবটা দিতে হবে পাকিস্তানকে।

 

এদিকে আজ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার। টেম্বা বাভুমার (Temba Bavuma) দলকে শুরুতে কেউ ফেভারিট ভাবেনি। কিন্তু পাঁচ ম্যাচের চারটেতে জিতে এখন কাপ জয়ের অন্যতম দাবিদার তারা। গত শতাব্দীর নয়ের দশক থেকেই বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকা। প্রত্যেকবার দারুণ আশা জাগিয়েও শেষ পর্যন্ত খালি হাতে ফেরে। সেই কারণে প্রোটিয়াদের গায়ে ‘চোকার্স’ (Chokers) তকমা লেগে গিয়েছে। এই বিশ্বকাপে গল্পটা একটু অন্যরকম।

RELATED ARTICLES

Most Popular