skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeখেলাচেন্নাই ম্যাচের ক্লিনশিটই গোয়ার বিরুদ্ধে আত্মবিশ্বাস যোগাচ্ছে লাল-হলুদ শিবিরে

চেন্নাই ম্যাচের ক্লিনশিটই গোয়ার বিরুদ্ধে আত্মবিশ্বাস যোগাচ্ছে লাল-হলুদ শিবিরে

Follow Us :

গোয়া: পরপর তিন ম্যাচে দশ গোল| এরপর চেন্নাইয়ন এফসির মতো দলকে রুখে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল(SC Eastbengal)| ক্লিসশিট বজায় রেখে, সেই ম্যাচ ড্র করেছে| এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে ম্যানুয়েল দিয়াজের দলের কাছে সেই পারফরম্যান্সটাই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে| সেই মতো ছক কষেই নামছে লাল-হলুদ ব্রিগেড|

চারটে ম্যাচ খেলা হয়ে গলেও, এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল| লিগ টেবিলে একদম শেষে রয়েছে এফসি গোয়া| পয়েন্টের বিচারে এগিয়ে থাকলেও অবশ্য গোয়াকে হাল্কাভাবে নিচ্ছেন না ম্যানুয়েল দিয়াজ|

ম্যাচে নামার আগে দিয়াজ জানান, ‘চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে আমরা ক্লিনশিট বজায় রাখতে পেরেছি| সেটাই এখন আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে| যদিও কিছু জায়গায় এখনও ভুল শোধরাতে হবে, তবে চেন্নাই ম্যাচের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর কাজটা করছে’|

গতম্যাচে রক্ষণে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হীরা মন্ডল| কিন্তু মাঝমাঠের দুর্বলতা এখনও পর্যন্ত ঠিক হয়নি এসসি ইস্টবেঙ্গলের| গোয়ার বিরুদ্ধে নামার আগে সেদিকেই বাড়তি নজর লাল-হলুদ কোচের| সেইসঙ্গে এই ম্যাচেও যে দলে বেশকিছু পরিবর্তন আসবে তারও ইঙ্গি দিতে ভোলেননি তিনি| তিনদিন অন্তর ম্যাচ খেলতে নামতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে| গোয়ার আদ্রতা ও ফুটবলারদের চাপের কথা মাথায় রেখেই রোটেশনের কথা দিয়াজের মুখে|

গোয়ার বিরুদ্ধে রক্ষণ আরও মজবুত করতে আদিল খানকে দেখা যেতে পারে প্রথম একাদশে| সেইসঙ্গে মাঝমাঠে বাড়তি ফুটবলার খেলাতে পারেন দিয়াজ| যাতে শুরু থেকেই আক্রমণে জোর দিতে পারে এসসি ইস্টবেঙ্গল|

গোয়া পিছিয়ে থাকলেও দিয়াজ অবশ্য যথেষ্ট সতর্ক| তিনি বলেন, ‘গোয়া এখনও পর্যন্ত জিততে না পারলেও, যথেষ্ট ভাল দল ওরা| যেকোনও সময় জ্বলে উঠতে পারে| সেইসব মাথায় রেখেই, প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের’|

একইসঙ্গে গোয়ার বিরুদ্ধে নামার আগে চোট নিয়েও চিন্তায় রয়েছেন দিয়াজ| চোটের জন্য অঙ্কিত মুখোপাধ্যায় ও জ্যাকিচাঁদ সিং খেলতে পারবেন না| তাই বিদেশি ফুটবলারদের ওপর দায়িত্বটা একটু হলেও বেশি থাকবে এই ম্যাচে|

এখনও পর্যন্ত একটি ম্যাচ জিততে পারেনি| মঙ্গলবার গোয়াকে হারিয়ে ইস্টবেঙ্গল জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই দেখার|

RELATED ARTICLES

Most Popular