কলম্বো: রবিবার এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে জমজমাট লড়াই আশা করেছিল সবাই। কিন্তু কোনও লড়াই-ই হয়নি। ভারতের (India) কাছে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা (Sri Lanka), একথা বললেও কম বলা হয়। ২৩ বছরের অপমানের বদলা নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। ২০০০ সালে শারজার মাঠে কোকা-কোলা ট্রফির ফাইনালে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ৫৪ রানে অল আউট হয়েছিল ভারত। রবিবার প্রতিশোধ নিল ভারত। ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধ সবথেকে কম রান এটাই। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের (Bangladesh) ৫৮ এতদিন সেই রেকর্ড ধরে রেখেছিল।
এশিয়া কাপের ফাইনালে তছনছ হল রেকর্ড বই। ৫১ রানের টার্গেট ৬.১ ওভারে তুলে দিয়েছে ভারত। অর্থাৎ ২৬৩ বল বাকি ছিল যা ভারতের সবথেকে বড় জয়। এর আগে ২০০১ সালে কেনিয়ার বিরুদ্ধে ২৩১ বলে জয়ই ছিল সবথেকে বড়। বল বাকি থাকার বিচারে ওডিআই টুর্নামেন্টের ফাইনালে এটাই সবচেয়ে বড় জয়। এই রেকর্ড আগে অস্ট্রেলিয়ার (Australia) দখল ছিল, ২০০৩ সালে ইংল্যান্ডকে (England) ২২৬ বল বাকি থাকতে হারিয়েছিল ক্যাঙারু বাহিনী।
আরও পড়ুন: কলম্বোয় রাজ সিরাজের! অষ্টমবারের জন্য এশিয়ার সেরা ভারত
রেকর্ড ভেঙে দেওয়া এই জয়ের কাণ্ডারি অবশ্যই মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। এক একটা দিন থাকে, যেদিন সবকিছু ভালো হয়। সিরাজের সেই দিন ছিল রবিবার। এই টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে সুইংয়ে ব্যাটারদের পরাস্ত করেছেন, কিন্তু খোঁচা লাগেনি। এদিন সবকিছু তাঁর পক্ষে গিয়েছে। মাত্র ১৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছেন। এক ওভারে তুলে নিয়েছেন চারটে উইকেট। ফাইনালে তাঁর বোলিং ফিগার ৬/২১ যা এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সেরা।
স্বপ্নের বোলিং করে সিরাজ বলেছেন, “স্বপ্নের মতো লাগছে। ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে একই জিনিস করেছিলাম, সেদিন চারটে উইকেট নিয়েছিলাম, পাঁচটা হয়নি। উপলব্ধি করি, ভাগ্যে যা লেখা আছে তা-ই হবে। আজ বেশি কিছু চেষ্টা করিনি। সাদা বলের ক্রিকেটে আমি সুইং পাওয়ার চেষ্টা করি। আগের ম্যাচগুলোতে পাচ্ছিলাম না। আজ সুইং হচ্ছিল এবং আমি আউট সুইংয়ে বেশি উইকেট পেয়েছি। ব্যাটারদের ড্রাইভ করাতে চেয়েছি।”