skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরHowrah Money Recover: শৈলেশের ১১টি অ্যাকাউন্টে আরও ৭৩ কোটির সন্ধান

Howrah Money Recover: শৈলেশের ১১টি অ্যাকাউন্টে আরও ৭৩ কোটির সন্ধান

Follow Us :

হাওড়া: ফের ৭৩ কোটি টাকার হদিশ হাওড়ায়। হাওড়া কাণ্ডে বুধবার কানাড়া ব্যাঙ্কের ১১টি অ্যাকাউন্ট থেকে আরও ৭৩ কোটি টাকা লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্রে কবর। মঙ্গলবার যে ১৭টি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিল পুলিশ তার মধ্যে আগেই ছটি অ্যাকাউন্টে ৫৭ কোটি টাকা লেনদেন হয়। বাকি ১১টি অ্যাকাউন্টে এই ৭৩ কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ১৭টি অ্যাকাউন্টে মোট ১৩০ কোটি টাকা লেনদেন হয়েছে।

উল্লেখ্য, গতকাল নরেন্দ্রপুরের কানারা ব্যাঙ্ক থেকে আরও ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় লালবাজার। এর মধ্যে ৬টি অ্যাকাউন্টে গত ছ’মাসে ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও জানা যায়, যে অ্যাপের মাধ্যমে প্রতারণা করা হত, তা নাইজেরিয়া থেকে পরিচালিত হত। পুলিশের তরফে গুগলকে নোটিস পাঠিয়ে অবিলম্বে ওই অ্যাপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী অ্যাপ খোলার সময় যে কেওয়াইসি জমা করতে হয়, সেই নথিও চেয়ে পাঠিয়েছে লালবাজার। এর ফলে এই অ্যাপ কে বা কারা খুলেছে, তা জানা যাবে বলে পুলিশের অনুমান। 

আরও পড়ুন:Kolkata Metro: কালীপুজো-দীপাবলিতে মধ্যরাত পর্যন্ত পরিষেবা, ঘোষণা মেট্রোরেলের  

অন্যদিকে, আমির খান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান ছালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। পাশাপাশি ওই ঘনিষ্ঠর অফিসেও এদিন তল্লাশি চালায় ইডি।  

RELATED ARTICLES

Most Popular