skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee: আয় বুঝে ব্যয় করুন, প্রশাসনিক কর্তাদের বার্তা মমতার

Mamata Banerjee: আয় বুঝে ব্যয় করুন, প্রশাসনিক কর্তাদের বার্তা মমতার

Follow Us :

কলকাতা: চেনা ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। দুর্নীতি মুক্ত স্বচ্ছ সরকার গড়ার। যে সরকার মানুষের পাশে থাকবে। কোনও রকম গাফিলতি সহ্য করা হবে না। প্রশাসনিক কর্তাদের সরকারি রীতি মেনে কাজ করতে হবে। ১০ বছর পর সেই কথায় ফের একবার মনে করিয়ে দিলেন। একই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, আয় বুঝে ব্যয় করতে হবে। বাজেটে বরাদ্দ কমেছে। কোনও ভাবেই হিসেব বহির্ভুত খরচ করা যাবে না।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, একাধিক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিপুল ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সরকার কোভিডের অজুহাত দিয়ে অনেক বরাদ্দ কমিয়েছে। আমাদের ঘাড়ে বিপুল ধারের বোঝা। কিন্তু কোনও ভাবেই গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ করা যাবে না। মানুষের কথা ভেবে পিছিয়ে পড়া এলাকাগুলিতে কাজে গতি আনতে হবে। এদিনের বৈঠকে বীরভূম, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার এবং পূর্ব বর্ধমানের প্রশাসনিক কাজে অসন্তোষ প্রকাশ করেন মমতা।

বৈঠকে কেন্দ্রের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করোনায় রাজস্ব সংগ্রহ কমেছে অনেকটা। কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা ৯০ হাজার কোটিরও বেশি। এখনও সেই টাকা পাইনি।  স্বাভাবিক ভাবেই রাজ্যের উপর আর্থিক চাপ তৈরি হয়েছে। অর্থ দফতরের অনুমোদন ছাড়া কোনও নতুন কাজ শুরু করা যাবে না। যা করা হবে, তা হিসেব মেনে, পরিকল্পনা করে।

RELATED ARTICLES

Most Popular