Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরWB School Reopen: কোভিড বিধি মেনেই জেলায় জেলায় বাজল স্কুলের ঘণ্টা

WB School Reopen: কোভিড বিধি মেনেই জেলায় জেলায় বাজল স্কুলের ঘণ্টা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হল রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকারের নির্দেশ মতো বৃহস্পতিবার থেকে খুলে গেল রাজ্যের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি। রাজ্যে সংক্রমণের হার আগের তুলনায় কমেছে। কোভিড পরিস্থিতির উপর লাগাম টানা না গেলেও সাবধান হয়েছেন সাধারণ মানুষ। তাই এবার অনলাইন ক্লাস ছেড়ে স্কুলমুখী পড়ুয়ারা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ মেনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হল পঠনপাঠন।

তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোভিড বিধিনিষেধ মানায় কোনও ছাড় নেই। স্কুলে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। শ্রেণিকক্ষগুলিকে আগেই পরিষ্কার করা হয়েছে। ক্লাসে মাস্ক পড়ে থাকা বাধ্যতামূলক। বিদ্যালয় তরফ থেকে সাবান ও পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়েছে।

উত্তরবঙ্গ

জলপাইগুড়িতে আজ থেকে খুলে গেল স্কুল ও কলেজ। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা। এদিনও বিদ‍্যালয় স‍্যানিটাইজ করা হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হয়। সেই সময় উচ্চ বিদ্যালয়গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছিল। তবে কিছুদিন ক্লাস হওয়ার পর আবারও রাজ‍্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ে। এই পরিস্থিতিতে আবার শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন বন্ধ হয়ে যায়। এর পর ৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে ফের শুরু হল স্কুলের পঠনপাঠন।

ছাত্রদের রোল-কল করছেন শিক্ষক

সরস্বতী পুজোর আগে বৃহস্পতিবার থেকে খুলে গেল ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়। সেখানে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলবে পঠন-পাঠন। স্কুল খোলায় খুশি ছাত্রছাত্রীরা। এদিন সকাল থেকেই ধূপগুড়ির স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীদের মানতে হবে কোভিডের নিয়ম। ধুপগুড়ি থানার আইসি ও স্কুলের প্রধান শিক্ষক প্রত্যেক ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের কোভিডের বিধিনিষেধ নিয়েও সতর্ক করে দেন। ধুপগুড়ি পুলিস স্কুলে আসা সকল ছাত্রছাত্রীদের চকলেট খাওয়ায়।

ছাত্রদের হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে

করোনার সতর্কবিধি মেনেই খুলে গেল বালুরঘাট শহরের বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় ও বালুরঘাট উচ্চ বিদ্যালয় সহ জেলার অনান্য বিদ্যালয়গুলি। এতদিন পর স্কুলে আসতে পেরে খুশি তারা। ছাত্রছাত্রীদের বক্তব্য, এতদিন স্কুল বন্ধ থাকায় পরীক্ষা দিতে পারেনি। এবার ক্লাস শুরু হওয়ায় সেই পরীক্ষা দিতে পারবে তারা। বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, তারা ছাত্রীদের স্যানিট্যাইজ করার দিকে লক্ষ রেখেছেন। পাশাপাশি ছাত্রীদের নিজেদের সুরক্ষার জন্য বাড়ি থেকে স্যানিট্যাইজার ও অতিরিক্ত মাস্ক আনার পরামর্শ দিয়েছেন তাঁরা। তিনি আরও জানান, অষ্টম শ্রেণির সকল ছাত্রীর এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি। তাই স্কুল কর্তৃপক্ষ অষ্টম শ্রেণির ছাত্রীদের ক্ষেপে ক্ষেপে স্কুলে আনবার ব্যবস্থা করেছে।

student
স্কুলে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলে গেল শিলিগুড়ির উচ্চতর বালিকা বিদ্যালয়। এদিন স্কুলে থার্মাল স্ক্রিনিং করিয়ে প্রবেশ করানো হয় ছাত্রীদের। ওই স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী বলেন, ‘সমস্ত কোভিডবিধি মেনে ক্লাস করানো হবে। ছাত্রীরা কোভিডবিধি মানছে কি না তার ওপরও নজর রাখা হবে।’

আরও পড়ুন : Reopen school: স্কুল-কলেজ সাফসুতরোর কাজ সম্পন্ন, এখন হোক ‘কলরব’

জঙ্গলমহল

বৃহস্পতিবার থেকে খুলে গেল দুর্গাপুরের মর্ডান হাই স্কুল। কোভিড বিধি মেনে চলবে স্কুল বলে জানালেন শিক্ষকরা। পুরুলিয়াতেও এদিন অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলে দেওয়া হল স্কুল। জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হয়েছে পঠনপাঠন। স্বাস্থ্যবিধি মেনে স্কুলের গেটের সামনে ছাত্রদের হাতে স্যানিটাইজার দেওয়া হয় এবং থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে শরীরের তাপমাত্রা দেখা হয়। মুখে মাক্স থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে। বীরভূমে শুরু হল স্কুল। সেখানে ছাত্রছাত্রীদের হাতে স্যানিটাইজার সঙ্গে সঙ্গে একটি করে গোলাপও দেওয়া হচ্ছে। খনি এলাকা অন্ডালে খুলে গেল হাই স্কুল। সমস্ত নিয়ম বিধি মেনেই স্কুলে ছাত্রীদের প্রবেশ করানো হচ্ছে। এত দিন পর স্কুলে আসতে পেরে খুশি শিক্ষক থাকে ছাত্রীরা।

বীরভূমের এই স্কুলে ছাত্রদের গোলাপ ফুল দেওয়া হয়েছে

দক্ষিণবঙ্গ

রাজ্যের ঘোষণামত কোভিড স্বাস্থ্যবিধী মেনেই ডায়মন্ড হারবার গার্লস শুরু হলো স্কুলের পঠনপাঠন। স্কুলে আসতে পেরে খুশি ছাত্রী থেকে শিক্ষিকা, সকলেই। প্রাণ ফিরে পেলেন শিক্ষিকারা, এমনটাই জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা মানষী মণ্ডল। বৃহস্পতিবার বারাসত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। সে সঙ্গে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ক্লাসও শুরু করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে পাশের মাঠেই ত্রিপল পেতে চলছে ক্লাস।

মাঠেই ত্রিপল পেতে চলছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ক্লাস

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার পাঁচথুপি ত্রৈলোক্যনাথ উচ্চ মাধ্যমিক স্কুলে সম্পূর্ণ করোনা স্বাস্থ্য বিধি মেনে ক্লাস শুরু হল। স্কুল শুরুর প্রথম দিনেই ছাত্রছাত্রীদের প্রায় ১০০ শতাংশ হাজিরা মিলেছে বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এখন থেকে নিয়মিত স্কুলেই আসতে চাইছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।

RELATED ARTICLES

Most Popular